নিউজ ডেস্ক: গত এপ্রিল মাসের শেষ
ভাগ থেকে জুন মাসের শেষ ভাগ পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে পরিমাণ অস্ত্রোপচার হয়েছে
তা অত্যন্ত হতাশাজনক। এমনকি আউটডোরে রোগী দেখার সংখ্যাও
যথেষ্টই ‘কম‘ আর সেই কারণেই এবার চিকিৎসকদের রোগী দেখা ও অপারেশনের ‘টার্গেট‘ বেঁধে দিল
স্বাস্থ্যদফতর।
এক বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ এক রিপোর্টে বলা হয়েছে, একজন চিকিৎসক হাসপাতালের আউটডোরে প্রত্যাশার তুলনায় অনেক কম
রোগী দেখছেন। পাশাপাশি সার্জেনদের অপারেশনের সংখ্যাও যথেষ্টই কম। তাই
স্বাস্থ্যদফতরের নির্দেশ, একজন চিকিৎসককে মাসে
আউটডোরে কমপক্ষে ১ হাজার ৯৫০ রোগীকে দেখতে হবে। পাশাপাশি একজন সার্জেনকে সপ্তাহে
করতে হবে অন্তত ৭টি বড় অপারেশন।
সরকারের এই নির্দেশিকা জারির পরেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি
হয়েছে চিকিৎসকমহলের একটা বড় অংশে। অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিসের রাজ্য সম্পাদক
মানস গুমটা এক সংবাদমাধ্যমে বলেন, ‘শুধুমাত্র সংখ্যাতত্ত্ব দিয়ে চিকিৎসা পরিষেবা বিচার
করা যায় না, কোনও কোনও অপারেশন করতে
আট ঘন্টাও লেগে যায়।‘ তাঁর বক্তব্য,
‘আউটডোরে কোনও চিকিৎসকই
রোগীদের ফিরিয়ে দেন না, তাই এই নির্দেশের কোনও বাস্তবতা নেই।‘