নিউজ ডেস্ক: জি২০ সম্মেলনে(G20 Summit) রাষ্ট্রপতির তরফে নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। সেনিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। এই আবহে ‘দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত’ পোস্ট করলেন বিজেপির(BJP) মুখপাত্র সম্বিত পাত্র(Sambit Patra)।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০তম আসিয়ান(ASEAN) ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইয়েস(EAS) শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য তাঁর এই সফর। মঙ্গলবার রাতে মোদীর এই সফরের আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করেছেন সম্বিত। ‘প্রাইম মিনিস্টার ইন্ডিয়া’র পরিবর্তে সেখানে লেখা রয়েছে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। ফলে দেশের নাম পরিবর্তনের বিষয়ে জল্পনা ক্রমশ জোড়ালো হচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের।
এদিকে, সম্বিতের এই পোস্টের পরই চিরাচরিত স্বভাবে কটাক্ষের জন্য আসরে নেমেছে বিরোধী কংগ্রেস। বিজেপি নেতার পাল্টা হিসাবে এক্স(পূর্বের ট্যুইটার)এ একটি পোস্ট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। লেখেন, “দেখুন মোদি সরকার কতখানি বিভ্রান্ত! ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে এবার প্রাইম মিনিস্টার অব ভারত। বিরোধীরা ঐক্যবদ্ধ্য হওয়ায় এবং জোটের নাম ‘ইন্ডিয়া’ দেওয়ায় এই নাটক শুরু হয়েছে”।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র প্রকাশের পর থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী শিবিরের একাধিক নেতা। তাদের ধারণা, বিজেপি বিরোধী ২৮টি দলের মহাজোটের নাম ‘ইন্ডিয়া’ হওয়ায় তড়িঘড়ি দেশের নাম পরিবর্তন করতে চাইছে মোদী সরকার।
যদিও বিজেপির দাবি, সংবিধানে ‘ইন্ডিয়া অর্থাৎ ভারত’ হিসাবেই বলা রয়েছে দেশের নাম। সেক্ষেত্রে দেশের নাম ‘ভারত’ই ছিল প্রথম থেকে। অন্যদিকে, জন্মলগ্ন থেকেই বিজেপির এজেন্ডা ‘এক দেশ, এক নিশান, এক প্রধান’। সেই এজেন্ডাকেই বাস্তবায়িত করছে বিজেপি চালিত মোদী সরকার।