নিউজ ডেস্ক: ২৪ কোটির ফ্ল্যাট
প্রতারণা মামলায় নুসরতের পর ইডি ডেকে পাঠল টলিপাড়ার আরও এক অভিনেত্রীকে। নাম
রূপলেখা মিত্র। নুসরতের মতো প্রথম সারির নায়িকা না হলেও টলিউডের পরিচিত মুখ
রূপলেখা। খবর, রাকেশ সিং যে কোম্পানির মাথা
ছিলেন সেই ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-এর তিন জন ডিরেক্টর
ছিলেন- রাকেশ সিং, নুসরত জাহান এবং
রূপলেখা মিত্র। প্রথম দুজনের পর এবার তৃতীয় ডিরেক্টরকেও তলব করল ইডি।
সূত্রের খবর, ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার
প্রাইভেট লিমিটেড’-এর বোর্ড অফ ডিরেক্টরসদের যে বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন
রূপলেখা মিত্র। নথিতে সই রয়েছে তাঁর। বাজার থেকে যে ২০ কোটি টাকা তোলা হয়েছিল, তা কোথায় গেল? জানতে চায় ইডি। এই
টাকা থেকে কারা লাভবান হয়েছে? সংস্থার সঙ্গে নুসরত
জাহানেরই বা কী লেনদেন হয়েছে সেই নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে রূপলেখাকে।
শিবপ্রসাদ-নন্দিতা জুটির বহুচর্চিত ছবি ‘ইচ্ছে’-তে অভিনয় করেছেন রূপলেখা। রাকেশ
সিং-এর প্রযোজনাতেই তৈরি ছবি ‘কলি’তে নায়িকার চরিত্রে কাজ করেছিলেন রূপলেখা। ২০১৫
সালে মুক্তি পেয়েছিল এই ছবি। যেখানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও অভিনয়
করেছিলন। ছিলেন তুলিকা বসু, রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়ের মতো টলিউডের নামী অভিনেতারা।