নিউজ ডেস্ক: ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটিতে লাফ অর্থাৎ দ্বিতীয়বার অবতরণ নিয়ে গোটা দেশ জুড়ে চলছে আলোচনা। বিষয়টা ঠিক কী? কেন আচমকা এই লাফ দিল বিক্রম? আর এই লাফের সাফল্যেই বা কেন এত উৎফুল্ল ISRO? এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন জনমানসে। জানা যাক, ঠিক কী ব্যাপার!
রোভার প্রজ্ঞান ঘুমিয়ে পড়লেও এখনও কাজ করে চলেছে বিক্রমের একাধিক পেলোড। গতকাল, সোমবারই ISRO জানায় চাঁদের মাটিতে দ্বিতীয় বার অবতরণ বা সফট ল্যান্ডিং করেছে বিক্রম। সূত্রে খবর, মাটি থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠে ফের চন্দ্রপৃষ্ঠে নেমেছে বিক্রম। আর এবার সে ল্যান্ড করেছে আগের স্থানের থেকে ৩০-৪০ সেন্টিমিটার দূরে। জানানো হয়েছে এটি একটি এক্সপেরিমেন্ট ছিল মাত্র। আর এই এক্সপেরিমেন্ট সফল হওয়ার কারণেই প্রত্যাশার চেয়ে মিশন অধিক সফল বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
এই পরীক্ষাটিকে ‘হপ এক্সপেরিমেন্ট’ বলে জানানো হয়েছে ISRO সূত্রে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এই হপ এক্সপেরিমেন্ট নিয়ে কোনওরকম পূর্ব পরিকল্পনা ছিল না মিশনে। মাত্র ২ দিন আগে সিদ্ধান্ত নেওয়া হয় এই পরীক্ষাটির। পরীক্ষাটির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করলে সেই মিশনের সাফল্যের জন্য এই হপ এক্সপেরিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। iSRO-র এই সাফল্যের বিষয়ে বোঝাতে গিয়ে জিতেন্দ্র সিং দাবি করেন, এভাবে চাঁদের মাটি থেকে এর আগে কোনও মানবহীন যান ‘টেক-অফ’ করেনি। এমনকি এই দ্বিতীয় সফট ল্যান্ডিংটাও করানো হয়েছে সম্পূর্ণ ISRO-র নিয়ন্ত্রণাধীনেই।