বগুলা হাসপাতালের নামবদল চান না বগুলাবাসী। বুধবার
সকাল থেকেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান
স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি হাসপাতালের নামবদল করা যাবে না। হাসপাতালের নাম বদল করার প্রতিবাদে বুধবার সকালে
নদীয়ার বগুড়ায় রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন
স্থানীয় বাসিন্দা ও স্বপ্নদীপ কুন্ডু স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সঙ্গে দেখা করেন যাদবপুরে মৃত ছাত্রের মা। মঙ্গলবার নদীয়ার
রানাঘাট থেকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় জানিছিলেন নদীয়ার বগুলা হসপাতালের নাম
পরিবর্তন করা হবে। নতুন নাম হবে স্বপ্নদ্বীপ
রুরাল হসপিটাল। নামকরণের পর আবক্ষ মূর্তি বসবে যাদবপুরে মৃত
ছাত্রের। সূত্রের খবর বুধবার বগুলা হাসপাতালের নাম পরিবর্তন করে স্বপ্নদ্বীপ রুরাল হসপিটালের নামকরণ করে নবকলেবরে উদ্বোধনের কথা ছিল নদীয়া জেলার জেলাশাসক শশাঙ্ক শেট্টির।
কিন্তু বুধবার সকাল থেকেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর পর ঘটনাস্থলে পৌঁছন বি এমও এইচ ও স্থানীয় থানার
আধিকারিকরা। তাদের ঘিরেও প্রতিবাদ দেখাতে থাকেন
বিক্ষোভকারীরা।তাদের দাবি,ছাত্রটি মৃত্যুকালে নাবালক ছিল। সেই জায়গা থেকে আইনত তাঁর নাম ব্যবহার করে হাসপাতালের নামকরণ করাটা কতটা
যুক্তিযোগ্য? পাশাপাশি উচ্চ শিক্ষা নিতে গিয়ে ছাত্রটির
রহস্য মৃত্যু হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি পরিচালিত হোস্টেল ক্যাম্পাসে। কাজেই নাম
পরিবর্তন করতে হলে যাদবপুর ইউনিভার্সিটি পরিচালিত কোন আবাসিক হোস্টেল বা কক্ষের
নাম পরিবর্তন করা হোক।
এদিন সকালেই হাসপাতালের নামের জায়গায় বুধবার মুছে
ফেলা হয় আগের নাম। লেখা হয় নতুন নাম “স্বপ্নদ্বীপ
রুরাল হসপিটাল”। কিন্তু ক্ষিপ্ত
এলাকাবাসী সেই নাম মুখে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তদন্তে নেমে বেশ
কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করে পুলিশ।