নিউজ ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। এফআইআর দায়ের করা হল ডিএমকে(DMK) নেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রিয়ঙ্ক গান্ধীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের রামপুর জেলায় এই এফআইআর দায়ের করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।
সনাতন ধর্মকে মুছে ফেলার আহ্বানের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেইসঙ্গে, তাঁকে সমর্থন করার জন্যে মামলা করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্কের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ এবং ১৫৩ এ ধারায় মঙ্গলবার রামপুরের থানায় এফআইআর দায়ের করেছেন হর্ষ গুপ্তা এবং রাম সিং লোধী নামে দুই আইনজীবী। মামলাকারী দুই আইনজীবীর বক্তব্য, সনাতম ধর্ম নিয়ে উদয়নিধির মন্তব্য সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
প্রসঙ্গত, শনিবার তামিলনাড়ুর একটি অনুষ্ঠানে সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেন স্ট্যালিন পুত্র। ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ বক্তব্য রাখার সময় তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্তির প্রয়োজন”। সেইসঙ্গে তাঁর সংযোজন, “আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই সনাতন ধর্মকে আমাদের অবলুপ্ত করতে হবে।” স্ট্যালিন পুত্রের এহেন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় রাজনৈতিক মহল।