নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে
কেরলে কাজে গিয়ে আবারও মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। দক্ষিণ ২৪ পরগনার
গঙ্গাসাগর থেকে কেরলে কাজে গিয়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। শেখ জামাল নামে
৫১ বছর বয়সী ব্যক্তির মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে ওই শ্রমিকের বাড়ি
গঙ্গাসাগরের পূর্ব খানসাহেব আবাদের রামকরচক এলাকায়। মৃত শ্রমিকের শোকার্ত বাবা
শেখ সিরাজুল জানিয়েছেন, “পেটের তাগিদে বেশি উপার্জনের আশায়
হাসিমুখেই ভিনরাজ্যে কাজে গিয়েছিল। এই রাজ্যে টাকা পয়সা কম। তাই ছেলেকে বাইরে
যেতে দিলাম। কিন্তু ও ফিরবে না জানলে পাঠাতাম না” এরপরই কান্নায় ভেঙে
পড়েন তিনি। জামালের ভাই শেখ রফিক জানান, “৯ মাস আগে কেরলের তালেস্বরিতে ছাদের সেনিটারিংয়ের কাজে বের হন তাঁর দাদা
শেখ জামাল। অনেক উঁচুতে সেনিটারিংয়ের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান তিনি।
সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে
ঘোষণা করেন”।
জানা
গেছে মৃতদেহ নিয়ে আসা হচ্ছে গ্রামের বাড়িতে। সংসারে দুপয়সা বেশি
রোজগার করে একটু সুখের আশায় কাজের জন্য ভিনরাজ্যে পাড়ি দেওয়া পরিবারের প্রিয়
সদস্যের এই মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয়পরিজন ও প্রতিবেশীরা।পাঠাতাম না” বললেন পরিযায়ী
শ্রমিকের বাবা