নিউজ ডেস্ক: ডিসেম্বর মাসেই
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ১২ মিনিট অন্তর
চলবে এই ট্রেন। উভয় দিক থেকেই আপাতত দুটি রেক চলবে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা কবে চালু হবে তা জানা না গেলেও, ২০২৪
থেকেই যে এই পরিষেবা শুরু হবে তা নিয়ে আশ্বাস দিয়েছে কেএমআরসিএল।
সংস্থার এমডি ভিকে শ্রীবাস্তব
জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ দ্রুত
শুরু করতে চায় রেল। এই প্রকল্পের জন্য রাজ্যের কাছে অর্থ চেয়েছে কেন্দ্র। এই
প্রকল্পের ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। তবে রাজ্যের তরফে এখনও কোনও আগ্রহ
দেখানো হয়নি বলে সূত্রের খবর। রাজ্যের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, তারা অর্থ দিতে অপারগ। কোষাগারে টাকা নেই।
মেট্রোর তরফে রেলবোর্ডর কাছে পুরো প্রকল্পের অর্থের জন্য আবেদন করা হবে বলে
জানিয়েছেন তিনি।
৬.৫ কিমি মেট্রোরেল প্রকল্পের জন্য আনুমানিক খরচ হবে ২৩৬৫ কোটি, এই প্রকল্পের ৫০ শতাংশ খরচ যাতে রাজ্য বহন করে তেমনটাই চায় কেএমআরসিএল।