নিউজ ডেস্ক: দেশের নামবদল হতে পারে। সেই নিয়ে দেশজুড়ে চলছে জল্পনা। যদিও দেশের নাম বদলায়নি এখনো। কিন্তু শীঘ্রই সেই নামে আসতে পারে বদল। মনে করা হচ্ছে, দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ করার প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। তবে জানেন কি এটাই প্রথমবার নয়? বিশ্ব জুড়ে বিগত ১০০ বছরে বহু দেশের নাম পাল্টানো হয়েছে।
দেশের নাম নিয়েই এই মুহূর্তে জলঘোলা চলেছে। জি ২০ এর বৈঠকে নৈশ্যভোজের আমন্ত্রনপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লিখে আসাই দস্তুর। কিন্তু বিলি হওয়া আমন্ত্রন পত্রে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’। সেই কার্ড প্রকাশ্যে আসার পর থেকেই আরো জোরালো হয়েছে বিতর্ক।
দেশের নাম পরিবর্তন নিয়ে বিতর্ক হলেও ,জানেন কি দেশের স্বার্থেই দেশের নাম পাল্টেছিল ভারতেরই এক প্রতিবেশী দেশ। ভারতের দক্ষিণে অবস্থিত ছোট্ট দ্বীপ রাষ্ট্র ‘শ্রীলঙ্কা’। ইংরেজ উপনিবেশের সময় সে দেশের নাম ছিল ‘সিলোন’। কিন্তু স্বাধীনতার পরেই ব্রিটিশদের দেওয়া নাম মুছে ফেলে সে দেশের সরকার। পরাধীনতার চিহ্ন চিরতরে মুছে ফেলতে ১৯৭২ সালে দেশের নাম পাল্টে রাখে ‘শ্রীলঙ্কা’। ২০১১ সাল থেকে সরকারি নথিপত্রে ‘সিলোন’ নাম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় শ্রীলঙ্কায়।
এছাড়াও গত বছরেই নাম পাল্টেছে মধ্যপ্রাচ্যের এক দেশ। বাংলায় ‘তুরস্ক’ নামে পরিচিত দেশ ‘টার্কি’। দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সীমান্তে অবস্থিত এই দেশটি। ২০২২ সালেই রাষ্ট্রপুঞ্জে জানায় দেশটিকে যেন ‘তুরকিয়ে’ নামে ডাকা হয়। কারণ সেই দেশের সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধকে সব থেকে ভাল ভাবে প্রকাশ করে নতুন নাম ‘তুরকিয়ে’।
ভারতীয় ইতিহাসের সঙ্গে ওতোপ্রতোভাবে নাম জড়িয়ে ‘পারস্য’ দেশের। এককালে ‘পারস্য’ বা ‘পার্সিয়া’ নামে ডাকা হত মধ্যপ্রাচ্যের দেশটিকে। তবে এখন পারস্যের অস্তিস্ত নেই। তার বদলে এই দেশটিকে সকলে চেনেন ‘ইরান’ নামে। ১৯৩৫ সালে সেই দেশের সম্রাট রেজা শাহ নাম পাল্টে রাখেন ‘ইরান’। যদিও এখনও এ দেশের খাবার, শিল্প, সাহিত্য ‘পারসিক’ বা ‘পারসিয়ান’ হিসাবেই পরিচিত।
এছাড়াও দেশের নাম পাল্টেছে ইউরোপের অনেকগুলি দেশ তার মধ্যে অন্যতম হল ‘হল্যান্ড’। যার বর্তমান নাম ‘নেদারল্যান্ডস’। বিশ্বের দরবারে মাদকের কারবার ও দেহব্যবসার কারণে বদনাম হয়েছিল। সেই নেতিবাচক ভাবমূর্তি পরিবর্তনের জন্যই নাম পাল্টায় ডাচ সরকার।
ইউরোপের আরেকটি ছোট্ট দেশ ‘চেক রিপাবলিক’। ২০১৬ সাল থেকে এর নাম হয়েছে ‘চেখিয়া’। মূলত খেলোয়াড়দের জার্সিতে ও দেশের পণ্যতে এত বড় নাম লিখতে সমস্যা হত। তাই নাম বদল করে সে দেশের সরকার।
ভারতের সঙ্গে বানিজ্যের ইতিহাসে সবসময় উঠে এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্রের নাম। বার্মা। ব্যবসা বানিজ্যে সবসময় এগিয়ে ছিল এই দেশ। ১৯৮৮ সালে সেই দেশের নাম বদলে হয় ‘মায়ানমার’।
বর্তমানে অনেকেরই বেড়াতে যাওয়ার প্রথম পছন্দের দেশ ‘কম্বোডিয়া’। কিন্তু জানেন কি এই নামটা পরিবর্তিত নাম? দেশটির আগে নাম ছিল ‘কাম্পুচিয়া’। ১৯৭৬ সালে সেই দেশের নাম বদলে কম্বোডিয়া করা হয়। এছাড়াও ২০১৮ সালে নাম বদলায় দক্ষিণ আফ্রিকার একটি দেশ ‘কিংডম অফ সোয়াজিল্যান্ডের’। নাম বদলে হয় ‘কিংডম এসওয়াতিনি’। সুইজারল্যান্ডের সঙ্গে নামের মিল থাকায় দেশের নাম পাল্টে দেয় সেই দেশের রাজা। ২০১৯ সালে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ‘রিপাবলিক অফ ম্যাসিডোনিয়া’র নাম বদলে রাখা হয় ‘রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়া’। ইতিহাসে এভাবেই নানা কারণে নাম পাল্টেছিল বহু দেশের, এখন ইন্ডিয়া থেকে ভারত এই বিতর্কের জল কতদূর গড়াবে তারই অপেক্ষা।