নিউজ ডেস্ক: আসতে চলেছে একেন বাবু সিরিজের সপ্তম সিজন। ফের একবার পর্দায় দেখা যাবে একেন বাবুকে। ১লা বৈশাখে মুক্তি পেয়েছিল একেন বাবু সিরিজের ছবি ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। এইবার সেই সিরিজের নতুন সিজনের শুটিং শুরু হতে চলেছে। নতুন নতুন সিরিজে ফের থাকবে একেন ম্যাজিক। ‘খুনের আগে খুনি খোঁজা’ গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। নতুন সিজনের পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। এর আগেও তিনি একেন বাবু পরিচালনা করেছিলেন। পরিচালকের মতে একেন বাবু পরিচালনা করতে তাঁর বেশ ভালো লাগে। এর প্রধান কারণ হলো একেন বাবুর জার্নিটাই বেশ মজার। গোয়েন্দাগিরি করবেন অথচ তাতে গোয়েন্দা গোয়েন্দা ভাব নেই এখানেই বাবুর সঙ্গে অন্যান্য গোয়েন্দাদের তফাৎ।
একেন বাবুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। একেন বাবু বলতেই দর্শকদের মনে ভেসে উঠে অনির্বাণ চক্রবর্তীর চেহারা। বাপি এবং প্রমথর চরিত্রে থাকবেন যথাক্রমে সুহত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে একেন বাবুর সপ্তম সিজনে থাকছে একটি বড় চমক। এই প্রথম একেন বাবুর সিরিজে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। এছাড়াও এই সিরিজে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, শাহানা সেন, দোয়েল রায় নন্দী প্রমুখ অভিনেতা-অভিনেত্রীদের। টলিউডের বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে উদীয়মান তারকা হয়ে উঠেছেন সত্যম। থিয়েটারে এর আগে অভিনয় করলেও অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় প্রথমবার দর্শকরা বড় পর্দায় দেখেন তাঁকে। বল্লভপুরের রূপকথায় তাঁর অভিনয় পছন্দ করেছিল দর্শকরা।
নতুন এই সিজনের একেন বাবুর ছবিটি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আউটডোর শুটিং হবে। এর আগে দি একেন ছবিতে দার্জিলিং এ শুটিং হয়েছিল। এবারেও পাহাড়ে শুটিং হতে চলেছে। পরিচালক জানান রুদ্ধশ্বাস রাজস্থান ছবির পরে একেন বাবুর ছবির পরিসর আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে এই সিরিজের শুটিং শুরু হবে। পাহাড় এখন শুটিংয়ের জেরে বেশ সরগরম। উত্তরবঙ্গে এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত দেব-সৌমিতৃষা সহ একাধিক তাবড় অভিনেতা অভিনেত্রী। যদিও নেপাল সীমান্তের একটা ছোট্ট গ্রামে একেন বাবুর শুটিং হবে। পাহাড়ে শুটিং সারা হলে পরে কলকাতায় এই ইউনিট শুটিং করবে বলেই খবর।