নিউজ ডেস্ক: কয়েক লক্ষ টাকার জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত মাসের ৩০ আগস্ট তাঁর জন্মদিন ছিল। ঠিক তার আগের দিনই জালিয়াতি চক্রের হাতে টাকা খোয়ান তিনি। একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে তাঁর কাছে তারপরেই ঘটে বিপত্তি। সেই ব্যক্তি তাঁর ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপটি ডাউনলোড করার পরই ব্যাংক থেকে খোয়া যায় বড়সড় অংকের টাকা। বিগত কয়েকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। জ্বরে ভুগছেন, রক্ত পরীক্ষা করাতে হয়েছে। জ্বরের ঘোরেই তাই ওই অ্যাপ ডাউনলোড করতে প্রতারণার শিকার হন তিনি।
নিজের ফেসবুকে একটি পোস্ট করে ঘটনার কথা জানান শ্রীলেখা। ওই পোস্টে তিনি লেখেন যে, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার স্ক্যাম হলো। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। So be aware please do not download any app or open any link without knowing.’ এরপরেই তিনি লেখেন, ‘নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম এই ঘটনার পর থেকে তাও ভাববো না।’ সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কত টাকার প্রতারণা হয়েছে তা খোলসা করেননি তিনি। যদিও বলেন যে লক্ষ টাকার বেশি জালিয়াতি করা হয়েছে। থানায় অভিযোগ করেছেন তিনি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছেন।
তিনি আরো বলেন যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। যদিও খোয়া যাওয়া টাকা আদৌ ফেরত মিলবে কিনা তা বোঝা যাচ্ছেনা। পুরো বিষয়টি এখন সময় সাপেক্ষ ব্যাপার। সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। তারপরে অসুস্থ হয়ে পড়েন। নিজের পরিচালনায় কাজ শুরু করতে চান তিনি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। ভালো প্রযোজক পেলে আগামী বছরের মধ্যেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন শ্রীলেখা।