নিউজ ডেস্ক: ব্যালন ডি’অরের লড়াই, আর ১ বছর পর এই লড়াইয়ে কামব্যাক ফিরলেন লিওনেল মেসি। এবার ব্যালন ডি’অরের
মনোনয়ন তালিকায় রয়েছেন তিনি। তবে এবার তালিকায় নেই ব্যালন ডি’অরের অন্যতম মুখ
ক্রিস্তিয়ানো রোনাল্ডো। গত কয়েক বছর ধরে ব্যালন ডি’অরের লড়াই ক্রমশ ক্রিস্তিয়ানো
রোনাল্ডো বনাম লিওনেল মেসির থেকে সরে যাচ্ছিল। এবার সেই লড়াই থেকেই বেরিয়ে গেলেন
পর্তুগিজ মহাতারকা। এবারের তালিকায় রয়েছে এরলিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপে।
২০০৩ সালের পর থেকে এই প্রথম ব্যালন ডি’অরের মনোনয়নের জায়গায় পেলেন না রোনাল্ডো। ৩০ অক্টোবর
জানানো হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। এবার ব্যালন ডি’অরে
উল্লেখযোগ্য নাম আতিয়ানা বোনমাতি। স্পেনের হয়ে মহিলাদের
বিশ্বকাপে জিতেছেন তিনি। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। বলেন, ‘সেরা প্লেয়ারদের সঙ্গে তালিকায় জায়গা পেয়ে ভালো লাগছে।’
এবার পুরুষদের মধ্যে তালিকায় সাতজন
ম্যানচেস্টার সিটির প্লেয়ার রয়েছেন। যার মধ্যে রয়েছেন এরলিং হাল্যান্ড। তিনি গত
মরশুমে ম্যানচেস্টার সিটির হয়ে তিনি ৫২টা গোল করেন। সিটির ত্রিমুকুট জয়ের পিছনে
তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই তালিকায় রয়েছেন, রড্রি, জুলিয়ান আলভারেজ, রুবেন ডিয়াস, জোসকো ভার্ডিওল, কেভিন ডি ব্রুইনা ও
বার্নাডো সিলভা। বায়ার্ন মিউনিখ থেকে মনোনিত হয়েছেন হ্যারি কেন, জামাল মুসিয়ালা ও কিম মিন জে। রিয়াল মাদ্রিদ থেকে জায়গা
পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও
লুকা মদ্রিচ। গতবারের ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমাও এবার জায়গা পেয়েছেন।