নিউজ ডেস্ক: বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন
পূরণ হয়েছিল পদ্মা সেতু সড়কে যানবাহন চলাচল শুরু হওয়ার মধ্য দিয়ে। এবার সেই সেতুর উপর
দিয়ে শুরু হবে রেল চলাচল। বৃহস্পতিবার রাজধানী ঢাকার কমলাপুরের ঢাকা
রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে ছুটে চলবে ফরিদপুর
জেলার ভাঙ্গা রেলস্টেশনে। আর আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা
পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন
এই রেলপথের উদ্বোধন করবেন। এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই কলকাতা যাতায়াত সম্ভব
হবে।
জানা গিয়েছে ২০২৪ সালের জুন মাসের মধ্যেই যশোর পর্যন্ত
সম্প্রসারিত হবে রেলপথ। আর তার মাধ্যমেই কলকাতা থেকে ঢাকা জুড়ে যাবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের
মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ
করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার
রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত রেল চালুর লক্ষ্য ঠিক করেছে সরকার।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে
পারে। শুরুতে একটি ট্রেন পরিচালনা করা হবে। প্রকল্প কার্যালয় থেকে ঢাকা-পদ্মা
সেতু-রাজবাড়ী রুটে ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে।