নিউজ ডেস্ক: ভারত নাকি ইন্ডিয়া। দেশের নাম বদল ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি। এই আবহে দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মহাসমাবেশ জি২০ সম্মেলন(G20 Summit)। বিদেশি প্রতিনিধিদের সামনে দেশের সম্মান রক্ষায় তাই মন্ত্রীদের এই বিষয়ে কোনও মন্তব্য না করার পরামর্শ দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং সনাতন ধর্ম বিতর্কে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিলেন তিনি।
বৃহস্পতিবার আসিয়ান-ভারত সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেন মোদী। তার আগে জি২০ সম্মেলনে দলের নেতা-মন্ত্রীদের কী করা উচিত, কী উচিত নয়, তা বুঝিয়ে দেওয়ার জন্য বৈঠক করেন তিনি। সূত্রের খবর সেই বৈঠকে মন্ত্রীদের পরামর্শ দেন, “ইতিহাস ঘাঁটতে যাবেন না। কিন্তু ভারতীয় সংবিধান অনুসরণ করে বাস্তব অবস্থা তুলে ধরুন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলুন।”
যদিও সবাই এই বিষয়ে মন্তব্য করতে পারবেন না বলেও জানিয়েছেন মোদী। শুধু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই কেবল এই সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেবে। বহু চর্চিত জি২০ সম্মেলনের জন্য সেজে উঠেছে রাজধানী। ভারতের ইতিহাস, প্রাচীন ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে নাম বদলের বিষয়ে যাতে কেউ কোনও বেফাস মন্তব্য করে না বসেন, বিষয়টি নিশ্চিত করতে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তবে সনাতনী ধর্ম নিয়ে কেউ কোনও মন্তব্য করলে, তার যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। বৈঠকে যদিও ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্ট্যালিনের নাম উল্লেখ করেননি তিনি। তবে দলের নেতা-মন্ত্রীদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমন মন্তব্য করলে তার যথাযথ প্রতিক্রিয়া দিতে হবে। সনাতনী ধর্ম নিয়ে করা বিতর্কিত মন্তব্যে আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিয়েছে মোদী।
রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, মোদী জমানায় আন্তর্জাতিক মঞ্চে অনেক এগিয়ে রয়েছে ভারত। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে, অর্থনীতিতে কূটনৈতিক সম্পর্ক পূর্বের তুলনায় অনেক বেশ উন্নত হয়েছে। ফলে জি২০-এর মতো সমাবেশে দেশের নাম যাতে খারাপ না হয়, সেবিষয়ে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী।