নিউজ ডেস্ক: আসন্ন একদিনের ক্রিকেট
বিশ্বকাপের টিকিট নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। এরই মাঝে জানা
গিয়েছে যে আগামী ধাপে এই টুর্নামেন্টের ৪ লাখ টিকিট বিক্রি করবে বোর্ড। পাশাপাশি
ক্রিকেট ফ্যানেরা অনলাইনেও এই টিকিট বুক করতে পারবেন। বিসিসিআই বুধবার এই মর্মে
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছি। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে
বিশ্বকাপ টিকিট নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চাহিদা বেড়ে গিয়েছে। আর সেই কারণেই
বিসিসিআই আরও ৪ লাখ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ
থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই স্টেক
অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করা হয়ে গিয়েছে। সেই বৈঠকে টিকিটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
গ্রহণ করা হয়েছে। আর এই কারণেই পরবর্তী পর্যায়ে আরও প্রায় ৪
লাখ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের ম্যাচ দেখতে যতটা বেশি সংখ্যক দর্শক মাঠে হাজির
হতে পারেন, সেই চেষ্টাই করছে বিসিসিআই। এই
টিকিটের বুকিং আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।
আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে
এখানে টিকিট পাওয়া যাবে। এখান থেকেই দ্বিতীয় পর্যায়ের টিকিট বুক করা যাবে। যদি
এরপর তৃতীয় পর্যায়ে আবারও টিকিট ছাড়া হয়, তাহলে সেই ব্যাপারেও জানিয়ে দেওয়া হবে।