নিউজ ডেস্ক: সামনেই উৎসবের মরসুম,দুর্গা পুজো। পুজো মানেই উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম আকর্ষণ গরুমারা জাতীয় উদ্যানে হাতির পিঠে বা হুড খোলা জিপসি
গাড়িতে চেপে গভীর জঙ্গলে বন্য প্রাণী দর্শন।
যদিও আগে থেকেই পুজোর সময়ের বুকিং শুরু হয়ে
যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, ইতিমধ্যেই গরুমারা,
সহ অন্যান্য জঙ্গলের সরকারী লজ গুলোর প্রায় সবই বুক হয়ে গিয়েছে।
আর ডুয়ার্সের জঙ্গলে এলেই পর্যটকদের আকর্ষণ থাকে হাতি এবং জিপসি চড়ে জঙ্গল সাফারি।
জানা গেছে, “গরুমারায় জঙ্গল সাফারির জন্য লাটাগুড়ির বেসরকারী
রিসোর্ট গুলোতেও চলছে আগাম বুকিং। বর্ষায় তিন মাসের জন্য জঙ্গল বন্ধ থাকার পর
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের গরুমারা জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তার
আগে হাতি সাফারির জন্য গরুমারায় আরও দুটি কুনকি হাতি নিয়ে এসেছে বন দপ্তর।
সম্প্রতি জলদাপাড়া থেকে দুটি স্ত্রী কুনকি হাতিকে গরুমারায় নিয়ে আসা হয়। এর ফলে
হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির জন্য হাতির
সংখ্যা বেড়েছে গরুমারা জাতীয় উদ্যানে।
বন দপ্তর সূত্রে খবর, এখন গরুমারার পিলখানায় শাবক, মাঝ বয়সী, প্রাপ্ত বয়স্ক সব মিলিয়ে ২৬টি কুনকি রয়েছে। নতুন দুটি কুনকি হাতি আসায়
পর্যটকদের জঙ্গল সাফারির আসন সংখ্যা বেড়ে
২৮ টি হল। জঙ্গল পর্যটকদের জন্য উন্মুক্ত হলেই নতুন দুই কুনকি হাতিকে কাজে
লাগানো হবে। গরুমারা বন্যপ্রাণ ডিভিশনের এডিএফও জন্মেজয় পাল বলেন, ‘আরও দুটি কুনকি নিয়ে আসার ফলে সাফারির সুবিধা হবে। হাতির পিঠে চেপে গভীর
জঙ্গল সাফারির পাশপাশি গরুমারা, চাপরামারি জঙ্গলের অন্যতম
আকর্ষণ জিপসি গাড়ি চেপে গভীর জঙ্গলে ঘুরে হাতি, বাইসন,
গণ্ডার দেখা”।