নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন(G20 Summit)। আন্তর্জাতিক এই মহাসমাবেশের এবারের আয়োজক দেশ ভারত। রাজধানী দিল্লির প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সে হবে এই সম্মেলন।
সম্মেলনে যোগদানের জন্য ভারতে আসছেন বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রপ্রধানরা। কিন্তু জানেন কী দিল্লিতে এসে কোথায় থাকবেন প্রথম সারির নেতারা? জানা গিয়েছে, দিল্লির বিলাসবহুল ‘আইটিসি মৌর্য্য’ হোটেলে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ‘সাঙরি লা’ হোটেলে থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। চিনা প্রতিনিধি দল থাকবেন দিল্লির ‘তাজ হোটেল’এ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো থাকবেন বিলাসবহুল পাঁচতারা ‘দ্য ললিত হোটেল’এ। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার অ্যান্থনি আলবানিজ থাকবেন দিল্লির ‘ইম্পেরিয়াল হোটেল’এ।
প্রসঙ্গত, স্ত্রী জিল বাইডেন করোনা পজেটিভ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে হোয়াইট হাউসের তরফে জানানো হয় জি২০ সম্মেলনে যোগ দেবেন তিনি। শুধু তাই নয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি।
এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। সম্মেলনে যোগদানের আগেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ সুনক বলেন, ‘সঠিক সময় সঠিক স্থানে রয়েছে ভারত’। তবে এই প্রথম জি২০ সম্মেলন থেকে বিরত থাকছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও তাঁর বদলে ভারতে আসছেন প্রিমিয়ার। অন্যদিকে, ইন্দোনেশিয়ার আসিয়ান সম্মেলনে যোগদানের পর ভারতে আসবেন কানাডা এবং অস্টেলিয়ার প্রধানমন্ত্রীরা।