নিউজ ডেস্ক: সেলফি কি শুধু মানুষে তোলে? না, সেলফি তোলে আদিত্য-এল-১ ও! তাও আবার মহাকাশে চাঁদ ও পৃথিবীকে এক ফ্রেমে রেখে! এমনই একটি ছবি তুলে ISRO কে পাঠিয়েছে দেশের প্রথম সৌর যান। ISRO-র এক্স হ্যান্ডেলে প্রকাশ, ‘আদিত্য-এল১, সূর্য-পৃথিবী L1 বিন্দুর জন্য নির্ধারিত মিশন, একটি পৃথিবী এবং চাঁদের সেলফি তুলেছে।’
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সূর্য-পৃথিবীর মধ্যস্থিত L-1 পয়েন্টের দিকে যাত্রা করেছে আদিত্য। ইতিমধ্যে ২ বার সফলভাবে বদল করে ফেলেছে কক্ষপথও। আগামী ১০ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো কক্ষপথ পরিবর্তনের কথা রয়েছে মিশনের। আর সব মিলিয়ে মোট ৫ বার এই বদলের কথা। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাবে আদিত্য মিশন। পৃথিবী থেকে সূর্যের ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে L-1 বিন্দু পর্যন্ত যাত্রাপথ তার। আর এই যাত্রার দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১%।
প্রসঙ্গত, ৪ মাসেরও বেশই সময় লাগবে এই মিশন সম্পূর্ণ করতে। ৭ টি পেলোড নিয়ে পাড়ি দিয়েছে সৌর মিশন। সূর্যের রশ্মি সংক্রান্ত একাধিক গবেষণা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা এই মিশনের উদ্দেশ্য। পাশাপাশি সৌর ঝড়, প্লাজমা, ম্যাগনেটিক ফিল্ড বিষয়েও বহু অজানা তথ্য দেবে আদিত্যের সঙ্গে থাকা পেলোডগুলি। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে সফল পদার্পণ করে ইতিহাস সৃষ্টি করেছে চন্দ্রযান-৩। এখন ISRO-র বিজ্ঞানীদের নেতৃত্বে গোটা ভারত মজে দেশের প্রথম সৌরযানের সাফল্য কামনায়।