নিউজ ডেস্ক: রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে রাজভবনের সামনে ধরনা দেবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বাইরে নয় রাজভবনের ভিতরে
সম্মানীয় অতিথি হয়ে তাঁকে প্রতিবাদ জানানোর আহ্বান রাজ্যপাল সি ভি আনন্দ বোসে। বৃহস্পতিবার
দিল্লী থেকে কলকাতায় ফিরে মমতা বন্দ্যপাধ্যায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন
রাজ্যপাল।
শিক্ষা ক্ষেত্রে রাজ্যপালের গা জোয়ারির
দাবি করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর মন্তব্য
সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী আমার সম্মানীয় সহকর্মী। রাজভবনের বাইরে নয়, রাজভবনের ভিতরেএসেই তিনি তার যাবতীয় প্রতিবাদ বিক্ষোভ দেখাতে পারেন। তিনি সম্মানীয় অতিথি হয় রাজভবনে এসে প্রতিবাদ
জানাতে পারেন। গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে”।
জগদীপ ধনখড়ের আমল থেকেই রাজ্য বনাম রাজভবন সংঘাতের আবহ চরমে। সি ভি আনন্দ বোস রাজ্যপাল
হওয়ার পর সেই সংঘাত অনেকটা কমেছিল। কিন্তু শিক্ষাক্ষেত্রে
রাজ্যপাল সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করা শুরু করতেই রাজ্য
রাজভবন সংঘাত চরমে ওঠে। গত কয়েক
সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে রাজভবনের সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে
রাজ্য। এরই মাঝে মঙ্গলবার শিক্ষক দিবসের মঞ্চ থেকে মমতা
বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যপালকে আক্রমণ করে বলেন, “আমরা টাকা দিই। আপনি বিজেপির
দালালি করবেন তা হতে পারে না। এরকম হলে টাকা দেওয়া বন্ধ করে
দেওয়া হবে”।
মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় এই মন্তব্য করেন
সেই সময় রাজ্যপাল রাজ্যে ছিলেন না। ঘটনাচক্রে
তিনি ছিলেন দিল্লিতে। বৃহস্পতিবার সকালে তিনি ফেরেন কলকাতায়। কলকাতায় ফিরেই বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা
বন্দ্যোপাধ্যায়কে রাজভবনের ভিতরে এসে প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ
জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।