নিউজ ডেস্ক: সংবিধান মেনেই ভোটগ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন হবে। ‘এক দেশ এক নির্বাচন’ জল্পনা উস্কে দিয়ে এমনটাই জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
মধ্যপ্রদেশের ভোট প্রস্তুতি খতিয়ে দেখার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কাজ হল সংবিধান এবং জনপ্রতিনিধি আইন মেনে কাজ করা। সুতরাং আইনে যা আছে তাই হবে।” এরপরই তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু সময়মতো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা’।
উল্লেখ্য, দেশজুড়ে একইসঙ্গে লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। চলতি মাসে এই নিয়ে একটি কমিটিও গঠন করে কেন্দ্র। শীর্ষে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেইসঙ্গে কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ, ১৫তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সচিব জেনারেল ডঃ সুভাষ সি কাশ্যপ, বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। এছাড়া কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও রয়েছেন এই কমিটিতে।
বুধবারই কমিটির চেয়ারম্যান কোবিন্দের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। তিনি অবশ্য কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবেই থাকবেন। সূত্রের খবর, কেন্দ্রের পরিকল্পনা দ্রুত সম্পন্ন করার জন্য এই বৈঠক। এই আবহে মুখ্য কমিশনারের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।