নিউজ ডেস্ক: ক্রিকেট জগতের অন্যতম বিতর্কিত মুখ গৌতম গম্ভীর। দলের প্রয়োজনে বহুবার ব্যাট হাতে ভরসা জোগাতে দেখা গেছে এই প্রাক্তন তারকাকে। পাশাপাশি মাঠের ভিতরে ও বাইরে একাধিকবার তিনি জড়িয়েছেন নানা বিতর্কে। কিছুদিন আগে IPL চলাকালীন কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই গম্ভীর এবার ফের শিরোনামে। এশিয়া কাপের ধারাভাষ্য দিতে শ্রীলঙ্কায় রয়েছেন তিনি। এখানেই ভারত-নেপাল ম্যাচে ঘটা একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে গ্যালারির দিকে মধ্যমা আঙুল ইঙ্গিত করতে দেখা যায় গম্ভীরকে। গম্ভীরের এই অঙ্গভঙ্গি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
কিন্তু প্রশ্ন উঠছে, এমন কি ঘটনা ঘটেছে যাতে গম্ভীরের মতো সিনিয়র প্রাক্তন তথা দেশের একজন সাংসদকে এই কাজ করতে হয়েছে। উল্লেখ্য, এই ঘটনা নিয়েও দুটি ভিডিও ভাইরাল হচ্ছে। একটিতে গ্যালারিতে থাকা দর্শকেরা কোহলি-ধোনির নামে জয়ধ্বনি করছেন বলে তাদের উদ্দেশ্যে এই অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে গম্ভীরকে। অন্য ভিডিওটিতে কোহলি-ধোনির নামের বদলে শোনা যাচ্ছে- ‘ভারত তেরে টুকরে হোঙ্গে’ স্লোগান। নেটাগরিকদের এক অংশ মনে করছেন কোহলি-ধোনির নামে খাপ্পা হইয়ে দর্শকদের আঙুল দেখিয়েছেন গৌতম। কিন্তু না, এই ভিডিওটি ফেক। দ্বিতীয় ভিডিওটি প্রকৃত। ভারত-নেপাল ম্যাচে থাকা কিছু দর্শককে বলতে শোনা যাচ্ছে ভারত বিরোধী স্লোগান, আর এদের উদ্দেশ্যেই এই অঙ্গভঙ্গি করেছেন তিনি।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ওপেনারও। তিনি প্রতিক্রিয়ায় বলেন,’ সোশ্যাল মিডিয়ায় লোকজন নিজের মর্জি মতো বিষয়টি দেখায়। যা সবাই দেখছে সেটাই সবকিছু না।’ গম্ভীর দাবি করেন তাঁকে উদ্দেশ্য করে হিন্দুস্থান মুর্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছিল। ২-৩ জন পাকিস্তানি ভারতবিরোধী স্লোগান আর কাশ্মীর নিয়ে কুকথা বলছিল। তিনি বলেন,’ আমার দেশকে নিয়ে খারাপ কথা আমি বরদাস্ত করতে পারব না। এই রকম কথা শোনালে আমি হেসে চলে যাব এটা কখনই হতে পারে না।’ আবার এমন ঘটনা ঘটলে ফের উপযুক্ত জবাব দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, নিজের দেশকে সমর্থন করতে আসা অন্যায় না। কিন্তু অন্য দেশের উদ্দেশ্যে কটূক্তি করা, রাজনীতিমুক্ত খেলার মাঠে এসে রাজনীতির স্লোগান দেওয়া সমর্থনযোগ্য নয়।