নিউজ ডেস্ক: খেলা অনেক বাকি। তবে শুরুতেই ধাক্কা খেল তৃণমূল। এগিয়ে যায় বিজেপির। পরে অবশ্য সামাল দেয় তৃণমূল। বিজেপি তৃণমূল দড়ি টানাটানি অব্যাহত। শেষ হাসি হাসবে কে তা সময় বলবে। তবে ধারে কাছে নেই সিপিএম।
বাগানের ভোট ধাক্কা। ধূপগুড়ি উপ নির্বাচনের ফল ঘোষণা হতেই প্রথম রাউন্ডে চা বাগানের ভোটে পিছিয়ে তৃণমূল।শহর ও গ্রামের ভোটই এখন ভরসা শাসক দলের। প্রথম রাউন্ডের গণনার শেষে হতাশ হলেও ধাক্কা কাটিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী উপ নির্বাচনের দায়িত্বে থাকা শিলিগুড়ি র মেয়র গৌতম দেব। অন্যদিকে জয় আসবেই নিশ্চিত তৃণমূল।
পোস্টাল ব্যালটের ফল
৪১৮ বিজেপি
১৬০ তৃণমূল
১২৭ জোট প্রার্থী
দ্বিতীয় রাউন্ডের গননাতেও এগিয়ে বিজেপি। দ্বিতীয় রাউন্ডে ১২০০ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের থেকে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়।
বানারহাট চা বলয়ে দুই রাউন্ড মিলিয়ে ২৫৮১ ভোটে এগিয়ে বিজেপি।
তৃতীয় রাউন্ডের গণনায় বিজেপি প্রার্থী তাপসী রায়কে পিছনে ফেলে ১১১৯ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়।
তৃনমুল ৩৯০৯৬
বিজেপি ৩৮৭৩৬
চতুর্থ রাউন্ড। প্রথম স্থান ধরে রাখল তৃণমূল।
তৃণমূল ৩৯,১৬০
বিজেপি ৩৮,৮০৬
সিপিএম,কংগ্রেস জোট ৪০৭৬
পঞ্চম রাউন্ড শেষে ফের এগোল শাসক দল।
পঞ্চম রাউন্ড :
তৃণমূল ৫০,৪৪১
বিজেপি ৪৯,৪৭৯
সিপিএম,কংগ্রেস জোট ৫৫৯০
ষষ্ঠ রাউন্ডে মার্জিন অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস। অনেকটাই পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী। মোট ব্যবধান ৩৭৭৩ ভোট।
ষষ্ঠ রাউন্ড :
তৃণমূল ৬২,৬০২
বিজেপি ৫৮,৮২৯
সিপিএম,কংগ্রেস জোট ৮২২৯
সপ্তম রাউন্ড :
তৃণমূল ৭২,৪৪০
বিজেপি ৬৯,৫০৯
সিপিএম,কংগ্রেস জোট ১০,০৬২
ব্যবধান ২৯৩১