নিউজ ডেস্ক: পুতিন, জিনপিংয়ের পর এবার পেদরো সানচেজ। জি২০ সম্মেলনে(G20 Summit) যোগদানের জন্য দিল্লি আসছেন না স্পেনের প্রেসিডেন্ট। করোনা পজেটিভ তিনি। সেকারণে সম্মেলনে আসতে পারছেন না পেদরো।
যদিও এমনি কোনও শারীরিক সমস্যা নেই তাঁর বলেও জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট। দেশের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক এই মহাসমাবেশে থাকবেন স্পেনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো সান্তামারিয়া এবং বিদেশমন্ত্রী যোসে ম্যানুয়েল আলবারেজ বলে জানিয়েছেন পেদরো। এই নিয়ে এক্স (পূর্বের ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে জি২০-তে আসতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতি দিয়ে আগেই জানিয়ে দিয়েছে মস্কো। অন্যদিকে, সম্মেলনে আসছেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনৈতিক মহলের দাবি, ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার জন্য এই সম্মেলন এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করেছেন চিনা প্রেসিডেন্ট। তবে সম্মেলনে বেজিংয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রিমিয়ার।
অন্যদিকে, স্ত্রী জিল বাইডেনের করোনা পজেটিভ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর নিয়েও শুরু হয়েছিল জল্পনা। যদিও তিনি আসছেন বলেই জানিয়েছে হোয়াইট হাউস। এই আবহে ফের এক রাষ্ট্রনেতার অনুপস্থিতিতে কী হয়! এখন সেটাই দেখার।