নিউজ ডেস্ক: দলের সঙ্গে শ্রীলঙ্কা
পৌঁছলেন লোকেশ রাহুল আর পৌঁছেই মাঠে হাজির তিনি। অবকাশ কাটানোরই অবকাশ নেই যেন। এশিয়া
কাপের মহারণের উত্তেজনা এখন শিরায় শিরায়। নেট অনুশীলনের ছবি নিজে সমাজমাধ্যমে পোস্টও
করেছেন তিনি। ক্যাপশন হিসেবে তিনি লেখেন, ‘হ্যাপিয়েস্ট ইন ব্লু’। সেই ছবিতে দেখা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলছেন লোকেশ রাহুল। ব্যাটিং
অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে।
আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন লোকেশ
রাহুল। অস্ত্রোপচারের পরে সেরে ওঠেন তিনি। এশিয়া কাপের দলে জায়গা পান লোকেশ রাহুল।
কিন্তু দল যখন শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছে, তখন আবার চোটের কবলে পড়েন তিনি। প্রথম দুটো ম্যাচ থেকে বাদ পড়েন লোকেশ
রাহুল। সুপার ফোরের ম্যাচগুলো হবে কলম্বোয়। ভারতের পরবর্তী ম্যাচ রবিবার।
প্রতিপক্ষ সেই পাকিস্তান।
বৃহস্পতিবার সকাল থেকেই কলম্বোয়
বৃষ্টি হচ্ছে। এশিয়া কাপে সুপার ফোরের ভারত-পাক ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।
আগামী ১০ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাইশ গজের যুদ্ধে ফের একবার মুখোমুখি হবে রোহিত
শর্মা ও বাবর আজমের দল। শ্রীলঙ্কার আবহাওয়া অফিসের দাবি, পাল্লেকেলের মতো এবার কলম্বোতেও ভিলেন হতে পারে বৃষ্টি। শেষ
পর্যন্ত কী হবে, তা বলবে সময়।