নিউজ ডেস্ক: তেলেগু দেশম পার্টির(Telegu Desam Party) পর এবার জনতা দল সেকুলার(Janata Dal Secular)। ’২৪-এর লোকসভা নির্বাচনে কর্ণাটকে ‘নীতিগতভাবে’ বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত নিলেন জেডি(এস) প্রধান এইচডি দেবেগৌড়া।
সম্প্রতি দলের বাকিদের সঙ্গে একটি বৈঠক করেন জেডি(এস) প্রধান এবং তাঁর ছেলে এইচডি কুমারাস্বামী(HD Kumaraswamy)। সেখানেই এই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রে খবর, জোটের সমীকরণ নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই বিজেপি-এর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন দেবেগৌড়া। আপাতত রাজ্যের ৫টি লোকসভা আসন নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে। মান্ড্য, হাসান, তুমাকুরু, চিকবল্লপুর এবং বেঙ্গালুরু রুরাল আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন দেবেগৌড়া। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়াই করেছিল জেডি(এস)। কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়ে জয়ী হয় বিজেপি। অন্যদিকে, একটি মাত্র আসন পায় কংগ্রেস-জেডি(এস) জোট। তবে এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৯১ বছরের দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী।
গত জুলাইয়ে লোকসভা নির্বাচন প্রসঙ্গে দেবেগৌড়া সাফ জানিয়ে দেন, কংগ্রেস-বিজেপি কারওর সঙ্গেই নয়। আসন্ন লোকসভা নির্বাচনে স্বতন্তভাবে লড়বে তাঁর দল জেডি(এস)। বলেন, “এক, পাঁচ, ছয় যতগুলো আসনই পাই না কেন, একাই পাব। কোনও দলের সঙ্গে জোটের প্রশ্ন নেই”। সুতরাং, দেবেগৌড়ার পরিবর্তিত সিদ্ধান্ত তাঁর দলের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।