নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে এবার প্রশংসা শোনা গেল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখে। আগামীকাল, শনিবার G-20 অনুষ্ঠানের নৈশভোজে আমন্ত্রণ রয়েছে তাঁর। এর আগে মোদী সরকারের বিভিন্ন নীতি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন বরিষ্ঠ প্রাক্তন রাষ্ট্রপ্রধান। মনমোহন সিং বলেন,’ভারত তার সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে শান্তির আবেদন করার ক্ষেত্রে সঠিক কাজ করছে।’ তবে এর সঙ্গে তিনি জাতীয় রাজনীতির ক্ষেত্রে পররাষ্ট্রনীতি ব্যবহার করার বিষয়েও সতর্ক করেছেন।
৯০ বছরের এই নেতার মুখে উঠে এসেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের কঠোর অবস্থান নিয়েও। প্রসঙ্গত, রাশিয়া ভারতের মিত্র দেশ হলেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে কোনওভাবেই ভারত সমর্থন করেনি পুতিনকে। এই বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে সরকারের কঠোর কূটনৈতিক অবস্থান সঠিক পদক্ষেপ। যখন দুই বা ততোধিক শক্তি একটি সংঘাতে ধরা পড়ে, তখন পক্ষ বেছে নেওয়ার জন্য অন্যান্য দেশগুলির উপর প্রচুর চাপ থাকে। আমি মনে করি ভারত শান্তির জন্য আবেদন করার পাশাপাশি আমাদের সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে সঠিক কাজ করেছে।’
চিন প্রসঙ্গে UPA সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য, আমি আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আঞ্চলিক এবং সার্বভৌম অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবেন। যদিও তিনি পরিষ্কার বলে দেন, এই প্রসঙ্গে তিনি কোনওরকম টিপ্পনী করবেন না। তবে জি-২০ সম্মেলনে জিংপিং-এর যোগদান না করা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাঁর আশা, ভারতের আঞ্চলিক ও সার্বভৌম অখণ্ডতা রক্ষার পাশাপাশি দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নরেন্দ্র মোদী নিশ্চয়ই নেবেন। পাশাপাশি ISRO-র সাফল্য নিয়েও দরাজ প্রশংসা করেন মনমোহন সিং।