নিউজ ডেস্ক: বাদশার প্রত্যাবর্তন বললেও বোধহয় ভুল বলা হবে না ‘জওয়ান’কে। দীর্ঘ চার বছর পরে জানুয়ারিতে বড় পর্দায় দেখা গেল তাঁকে। পর পর ফ্লপ ছবি দিয়ে দীর্ঘ বিরতি। এর পরেই ‘পাঠান’ এসে সোজা ঢুকে পড়ল হাজার কোটির ক্লাবে। প্রথম দিনেই ‘পাঠান’ ৫৭ কোটির ব্যবসা করে নজির গড়েছিল। দ্বিতীয় দিনে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ৭০ কোটির ঘরে। তবে এইবার নিজের সেই রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। মুক্তির দিনেই ‘পাঠান’-এর দু’দিনের আয়ের অঙ্ককে ছাড়িয়ে গেল ‘জওয়ান’।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাহলমুখী হয়েছে ভারতবাসী। পরপর হিট হয়েছে অনেকগুলি ছবি। কিন্তু বলাই বাহুল্য বক্স অফিস অ্যানালিস্টদের মতে ‘জওয়ান’ এইবছরে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করতে চলেছে। অন্তত প্রথম দিনের ব্যবসা দেখে এমনটাই ধারণা করছেন তাঁরা। বৃহস্পতিবারই ৮৫ কোটি টাকা ঝুলিতে পুরেছে ‘জওয়ান’, যা ‘পাঠান’-এর প্রথম দিনের চেয়ে ২৮ কোটি বেশি।
অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই ৩৫ কোটি টাকা আয় করেছিল ‘জওয়ান’। ভারতের বাইরেও শাহরুখ ক্রেজ রয়েছে তুঙ্গে। তাই সারা বিশ্ব জুড়ে ৫০ কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি। বিশেষজ্ঞদের মতে সবমিলিয়ে প্রথম দিনে বিশ্বজুড়ে ১৩০ কোটি টাকা ব্য়বসার নজির গড়েছে শাহরুখের ‘জওয়ান’। এই বছরের শুরু থেকেই মহামারির কোপ কাটিয়ে উঠে ফের ঘুরে দাঁড়াচ্ছিল বিনোদন জগৎ। বক্স অফিসকে আরো এগিয়ে নিয়ে যায় ‘পাঠান’। চলতি বছরেই মুক্তি পেয়েছে বেশ কিছু বড় বাজেটের ও সিক্যুয়েল ছবি।
প্রায় সবগুলি ছবিই ভালো ব্যবসা করে নজির গড়েছে। সানি দেওল ও অমিশা পাটেল অভিনীত ছবি ‘গদর ২’-ও ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই বছর। ১০০ কোটি পেরিয়ে গিয়েছে আয়ুষ্মান খুরানার ছবি ‘ড্রিম গার্ল ২’। যদিও সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে শাহরুখ খান। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শো পেয়েছে এই ছবি। মাঝরাতেও হাউসফুল ‘জওয়ান’। দেশজুড়ে দেখা মিলেছে এই একই চিত্রের। দিনভর শাহরুখ বন্দনায় মজেছিল অনুরাগীরা। ফলে বক্স অফিসেও এই ক্রেজের ছায়া পড়েছে।