নিউজ ডেস্ক: মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে এবারের জি২০ সম্মেলন(G20 Summit)। দু’দিনের এই হাইভোল্টজ সম্মেলন চলাকালীন ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার থেকেই বৈঠক শুরু করবেন মোদী বলে খবর।
লক্ষ্য দু’দেশের মধ্যে বাণিজ্যিক, আর্থিক, সর্বোপরি কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করা। আর তাই শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করবেন মোদী। এদিনই বৈঠক সারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। এছাড়া, দ্বিপাক্ষিক বৈঠকের তালিকায় রয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের প্রতিনিধিরা, ব্রিটেনের প্রধানমন্ত্রীও। সেইসঙ্গে বৈঠক করবেন জাপান, জার্মানির সঙ্গেও। জানা গিয়েছে, শনিবার সম্মেলনের প্রথম দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী।
সম্মেলনের শেষদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজনের পরিকল্পনা রয়েছে মোদীর। পাশাপাশি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডোর সঙ্গে পার্শ্ববৈঠক করবেন তিনি। বৈঠক করবেন কোমোরোস, তুর্কি, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল প্রভৃতি দেশের প্রতিনিধিদের সঙ্গেও। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও মোদি আলোচনায় বসবেন। এছাড়াও রাষ্ট্রপ্রধানদের নিয়ে জি-২০ সম্মেলনেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আন্তর্জাতিক এই মহাসমাবেশের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখেনি ভারত সরকার। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। সভাস্থলে পৌঁছতে যাতে মন্ত্রীদের কোনও রকম সমস্যায় পড়তে না হয়, সে কথা মাথায় রেখে নয়া অ্যাপ তৈরি করেছে কেন্দ্র সরকার। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় প্রাচীন ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে একাধিক প্রাচীন প্রতিকি মূর্তি দিয়ে সাজানো হয়েছে আইটিপিও কমপ্লেক্সকে। এককথায় রীতিমতো সাজ সাজ রব সমগ্র দিল্লিতে।