নিউজ ডেস্ক: শেষ রক্ষা হল না। আশা জাগিয়েও বজায় রইল রীতি। উপনির্বাচনে শাসক দল জয়ী হয় সাধারণত। এক্ষেত্রেও অন্যথা হল না। বিজেপি প্রার্থী তাপসী রায় কে হারিয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। চার হাজারের বেশি ব্যবধানে জয়ী হলেন তিনি।
শাসক দল উপনির্বাচনে জয়ী হয় এটাই পশ্চিমবঙ্গের চিরাচরিত রীতি। কিন্তু আশা জাগিয়েছিল সাগরদিঘী মডেল। অবশ্য সাগর দিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস কয়েক মাস যেতেই তৃণমূলে যোগ দেন। এদিন সকাল থেকেই চতুর্থ রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু পঞ্চম রাউন্ডের পর বদলে যায় পরিস্থিতি। অবশেষে জয়ী হলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তবে শেষ রাউন্ড পর্যন্ত তৃণমূল প্রার্থীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন বিজেপি প্রার্থী তাপসী রায়।