নিউজ ডেস্ক: এইবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বলিউডের বাদশা। সব ছবি বাদ দিয়ে এখন শাহরুখে মজেছে দেশবাসী। বাদশার প্রত্যাবর্তন বললেও বোধহয় ভুল বলা হবে না ‘জওয়ান’কে। দীর্ঘ চার বছর পরে জানুয়ারিতে বড় পর্দায় দেখা গেল তাঁকে। পর পর ফ্লপ ছবি দিয়ে দীর্ঘ বিরতি। এর পরেই ‘পাঠান’ এসে সোজা ঢুকে পড়ল হাজার কোটির ক্লাবে। প্রথম দিনেই ‘পাঠান’ ৫৭ কোটির ব্যবসা করে নজির গড়েছিল। দ্বিতীয় দিনে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ৭০ কোটির ঘরে। তবে মুক্তির দিনেই ‘পাঠান’-এর দু’দিনের আয়ের অঙ্ককে ছাড়িয়ে গেল ‘জওয়ান’।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। বলাই বাহুল্য বক্স অফিস অ্যানালিস্টদের মতে ‘জওয়ান’ এইবছরে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করতে চলেছে। অন্তত প্রথম দিনের ব্যবসা দেখে এমনটাই ধারণা করছেন তাঁরা। বৃহস্পতিবারই ৭৫ কোটি টাকা ঝুলিতে পুরেছে ‘জওয়ান’, যা ‘পাঠান’-এর প্রথম দিনের চেয়ে ১৮ কোটি বেশি। হিন্দি ছবি থেকেই আয় হয়েছে ৬৫ কোটি এবং বাকি ১০ কোটি এসেছে অন্যান্য ভাষার ডাবিং থেকে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শো পেয়েছে এই ছবি। মাঝরাতেও হাউসফুল ‘জওয়ান’। দিনভর শাহরুখ বন্দনায় মজেছিল অনুরাগীরা। বৃহস্পতিবার শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফ্যানক্লাব ভিড় জমিয়েছিল প্রেক্ষাগৃহের বাইরে। ‘জওয়ান’ ছবির পোস্টার ফুল-মালায় সুসজ্জিত করে দুধ দিয়ে স্নান করানো হয়েছিল। এমনকী বেশ কিছু অনুরাগীদের দেখা গিয়েছিল শাহরুখের লুকে সেজে সিনেমাহলে আসতেও। দেশজুড়ে দেখা মিলেছে এই একই চিত্রের।
অন্যদিকে দ্বিতীয় দিনেও উর্দ্ধমুখী জওয়ান-এর পারদ। বেলা বারোটা অবধি জওয়ান আয় করেছে প্রায় ১২ কোটি টাকা। দেশজুড়ে পিভিআর আইনক্সে আয় ৯.৩৫ কোটি টাকা। সিনেপলিসে আয় হয়েছে ২.২৫ কোটি টাকা। এছাড়াও অন্যান্য সিনেমাহলগুলি থেকে আয় হয়েছে ৩০.৪০ লক্ষ টাকা। এই বছরের শুরু থেকেই মহামারির কোপ কাটিয়ে উঠে ফের ঘুরে দাঁড়াচ্ছিল বিনোদন জগৎ। বক্স অফিসকে আরো এগিয়ে নিয়ে যায় ‘পাঠান’। চলতি বছরেই মুক্তি পেয়েছে বেশ কিছু বড় বাজেটের ও সিক্যুয়েল ছবি। প্রায় সবগুলি ছবিই ভালো ব্যবসা করে নজির গড়েছে। যদিও সবকিছুকে ছাড়িয়ে গিয়েছেন শাহরুখ খান। জওয়ান যে বলিউডের অনেকগুলি রেকর্ড তুড়ি মেরে ভাঙতে চলেছে তা এই ক্রেজ দেখেই বোঝা যাচ্ছে।