নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
আর সেই অবসর সময় কাটছে আমেরিকায়। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিন
কাটছে সেই মার্কিন মুলুকেই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
গলফ খেলতে দেখা গেল তাকে। এর আগে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজের ম্যাচও দেখেছিলেন
ধোনি।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে
আলকারাজ় বনাম আলেকজ়ান্ডার জেরেভের ম্যাচ দেখতে গিয়েছিলেন ধোনি। দর্শক আসনে তাঁকে
বসে থাকতে দেখা গিয়েছিল। এর পর ধোনিকে দেখা গেল নিউ জার্সিতে ট্রাম্পের নামাঙ্কিত
গল্ফ ক্লাবে। সেখানে ট্রাম্পের সঙ্গেই গল্ফ খেললেন ধোনি। সেই ছবি পোস্ট করলেন এক
ভারতীয় ব্যবসায়ী।
নিজের সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করতেই অনুরাগীদের
মধ্যে উত্তেজনা তুঙ্গে। পরের আইপিএলের আগে ধোনির কাছে অনেকটা সময়
রয়েছে। পরের বছর মার্চ-এপ্রিল মাসে আইপিএল হবে। তার আগে ধোনি ঘুরছেন আমেরিকায়।
বুধবার ছিলেন ইউএস ওপেনের গ্যালারিতে। বৃহস্পতিবার আবার গল্ফ কোর্সে ধোনি।