নিউজ ডেস্ক: শাসকদলের চোখরাঙানি সত্ত্বেও ৯২ হাজারের বেশি ভোট পাওয়ায় ভোটারদের ধন্যবাদ জানালেন বিজেপির পশ্চিমবঙ্গের সহ প্রভারী অমিত মালব্য।
শেষ রাউন্ড পর্যন্ত ধূপগুড়ি উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি প্রার্থী তাপসী রায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের। দশম রাউন্ড শেষে ৪ হাজার ৩৫৬ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থী। তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৯৬১। বিজেপি প্রার্থী ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন। অন্যদিকে সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩,৬৬৬।
লোকসভা ভোটের আগে উপনির্বাচনে জয় ছিনিয়ে নিতে পেরে কার্যত উচ্ছ্বসিত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বিমান ধরার প্রাক মুহূর্তে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রথমে ধূপগুড়ির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। এটা বিজেপির শক্ত ঘাঁটি ছিল। উত্তরবঙ্গের বড় জয়, সারা বাংলার জয়।”
এই জয়কে ইন্ডিয়া জোটের জয় বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি একই জোটের দুজন প্রার্থী? কার্যত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদি এই জয় ইন্ডিয়া জোটের জয় হয় সেক্ষেত্রে কি ইন্ডিয়ার জোটের দুজন প্রার্থী ছিলেন প্রশ্ন রাজনৈতিক মহলের। কারণে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রার্থী দিয়েছিল সিপিআইএম।