নিউজ ডেস্ক: সনাতন বিতর্কে অবশেষে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্যের পর সকলের নজর ছিল হিন্দুত্বের পোস্টার বয় যোগীর প্রতিক্রিয়ার উপর। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে মুখ না খুললেও সনাতন ধর্মকে আক্রমণ করার জবাব যে তিনি দেবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। অবশেষে মুখ খুললেন আদিত্যনাথ।
শুধুমাত্র বাবর-ঔরংজেব না, কংস-রাবণের প্রসঙ্গও টেনে আনতে দেখা গেল যোগীকে। তাঁর মতে, সনাতন ধর্ম শাশ্বত। কংস-রাবণ, বাবর, ঔরংজেব– এরা প্রত্যেকেই চেষ্টা করেছিলেন সনাতন ধর্মকে বিলুপ্ত করার। কিন্তু কেউই সফল হয়নি। তাই ক্ষমতালোভীরাও সনাতনকে শেষ করতে পারবেন না বলে স্টালিন-পুত্রকে কটাক্ষ করেন তিনি। যোগী বলেন, সনাতন ধর্ম সূর্যের মতো। যারা মূর্খ, তারাই সূর্যের দিকে থুথু দেবে। শেষ পর্যন্ত নিজেদের দিকেই ফিরে আসে তাদের ছোঁড়া থুথু। ৫০০ বছর আগেও সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা হয়েছিল। কিন্তু আজ অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। বিরোধীরা দেশের উন্নতির কাজে বাধা দিলেও তারা সফল হবে না।’
উল্লেখ্য, দিনকয় আগেই সনাতন ধর্মকে ডেঙ্গু, করোনা, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেন করুণানিধির নাতি উদয়নিধি স্টালিন। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের নির্মূলিকরণের মতো সনাতন ধর্মকেও নির্মূল করে ফেলা উচিত বলে মন্তব্য করনে তিনি। এরপরই তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করে বিজেপির একাধিক নেতা-মন্ত্রী। এ প্রসঙ্গে এ পর্যন্ত চুপ থেকেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু এবার সেই নীরবতা ভেঙেই কংস-রাবণ, বাবর, ঔরংজেবের প্রসঙ্গ এনে উদয়নিধিকে সতর্ক করলেন তিনি।