নিউজ ডেস্ক: মার্তিনেজের পর শহরে
এবার রোনাল্ডিনহো গাউচো। পুজোর আগেই শহরে আসছেন তিনি। কয়েকমাস আগে কলকাতায় আসেন এমিলিয়ানো
মার্তিনেজ। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত তাঁকে শহরে আনেন। শহরে
এসে তিনি একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যান মোহনবাগান ক্লাবেও। এবার আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। জানা গিয়েছে দুর্গাপুজোর আগেই শহরে আসছেন
ব্রাজিলের মহাতারকা।
জানা গিয়েছে আগামী ৩-৫ অক্টোবর
কলকাতায় আসছেন রোনাল্ডিনহো। স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা আলভারেস স্পোর্টস
ইন্টারন্যাশনালের উদ্যোগে শহরে আসছেন তিনি। তবে এসে তিনি কোন কোন অনুষ্ঠানে
অংশগ্রহণ করবেন তা জানা যায়নি। সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি এই বিষয়ে। তিনি
সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন নাকি তিনি সরাসরি অনুষ্ঠানে যোগ দেবেন তা জানানো
হয়নি। তবে তাঁকে সামনে থেকে দেখতে সমর্থকরা যে উৎসুক তা আর বলার অপেক্ষা রাখে না।
রোনাল্ডিনহোর পায়ের জাদু একটা সময়
মুগ্ধ করেছে গোটা ফুটবল বিশ্বকে। হলুদ জার্সি গায়ে তিনি গোটা বিশ্বের ব্রাজিল
সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। বার্সেলোনার জার্সি গায়েও ফুল ফুটিয়েছেন তিনি।
এমনকি ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপাও
জুটেছিল। গুণমুগ্ধরা বলেন, শুধু যদি ফুটবল
শৈলী এবং সৌন্দর্যের বিচার করা হয়, তাহলে রোনাল্ডিনহো সর্বকালের সেরাদের মধ্যেই থাকবেন। এ হেন তারকা কলকাতায় এলে
ফুটবলপ্রেমীদের ভিড় যে উপচে পড়বে, সেটা বলে দেওয়ায়
যায়।