নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশের ৬১০০ মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট ইউনাম পর্বত চূড়ায় উঠে নজির তৈরি করলেন মালবাজারের সুদেব রায়। এবার তার সঙ্গে ছিলেন তারকেশ্বরের যুবক জ্যোতির্ময় মাইতি। সুদেব এবং জ্যোতির্ময় ইউনাম পর্বত চূড়ায় সফলভাবে ওঠেন। তাদের এই দুঃসাহসিক অভিযানকে কুর্নিশ জানিয়েছে পর্বতারোহীরা।
মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনির বাসিন্দা বছর ৩১ এর যুবক এই সুদেব রায়। উত্তরবঙ্গ নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর সদস্য। পাশাপাশি তিনি মালবাজার মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। অপরদিকে বছর ৩০ এর যুবক জ্যোতির্ময় বীজপুর পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সদস্য।
২৪ শে অগাস্ট সুদেব মাউন্ট সিনকুন পূর্ব (৬০৮১ মিটার ) পর্বত চূড়ায় আরোহন করেছিলেন। সেবারে তার সঙ্গী ছিলেন মালদার গনেশ সাহা। ফোনে সুদেব জানালেন, ১ সেপ্টেম্বর ভরতপুরে পৌঁছেছিলাম। ২ সেপ্টেম্বর রাতে পর্বত চূড়ার লক্ষে রওনা দিয়ে রবিবার ভোরে পর্বত চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। ৫ সেপ্টেম্বর তারা মানালি বেস ক্যাম্পে ফিরে আসি। এই পর্বত শৃঙ্গটি জয় করে ফিরে আসতে তাদের সময় লেগেছে ১০ ঘন্টা।