নিউজ ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে শেষ হতে চলেছে মারিয়া যুগ। অবসরের কথা ঘোষণা করে দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দীর্ঘ ১৫ বছর ধরে নীল-সাদা জার্সি গায়ে দেশের হয়ে একের পর এক সাফল্যের অধিকারী হয়েছেন এই খেলোয়াড়। সেই মারিয়া এবার জানালেন আগামী ২০২৪ কোপা আমেরিকা লীগ খেলার পর দেশের জার্সিকে বিদায় জানাবেন তিনি। শেষ ফিফা বিশ্বকাপে সেরা হয়েছে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মারিয়া।
উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে ২০০৮ সালে ডেবিউ করেন মারিয়া। এ পর্যন্ত দেশের হইয়ে ১৩২ টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তাঁর গোল সংখ্যা ২৯। দেশের হয়ে যে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে, এমনকি নিয়ম করে গোল করতেও দেখা গিয়েছে মেসির এই সতীর্থকে। মেসির করা একাধিক অসম্ভব গোলের পাস এসেছে এই রাইট উইঙ্গার তথা মিড ফিল্ডারের পা থেকে।
আর্জেন্টিনার হয়ে ৪ টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০২১ সালে কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জয়ের প্রধান ভূমিকায় ছিলেন তিনিই। মারিয়ার গোল থেকেই আসে সাফল্য। শুধু তাই নয়, গত ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে দলকে টাইব্রেকার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মারিয়া। ৩৫ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা করলেন এই আর্জেন্টিনিয় খেলোয়াড়। তবে বিদায় নেওয়ার আগে ২০২৪-এর কোপা আমেরিকায় শেষবারের মতো জ্বলে উঠবেন তিনি বলে আশাবাদী তাঁর ভক্তেরা।