নিউজ ডেস্ক: শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নে স্মারকলিপি প্রদান করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলার দুগ্ধ উৎপাদন সমিতির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অধীর রঞ্জন চৌধুরী স্মারকলিপি প্রদান করতে যাওয়ার আগে বহরমপুরের পঞ্চাননতলা থেকে পদযাত্রা শুরু করেন এবং ভাগীরথী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নে আসার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল আটকানোর জন্য ব্যারিকেড করে জেলা পুলিশ। পুলিশের ব্যারিকেট ভাঙতেই পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয় অধীর রঞ্জন চৌধুরীর।
ঘটনায় উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং রণক্ষেত্রের চেহারা নয় গোটা এলাকা। মূলত ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নের যাতে কৃষকদের কাছ থেকে কিভাবে দূত কেনা হয় সেই দাবিতেই এদিন এই স্মারকলিপি প্রদান করতে যান অধীর বাবু। যদিও সাড়ে চুক্তি প্রদান না করতে পারার পর ক্ষোভ ফেটে পড়েন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।