নিউজ ডেস্ক: সদ্য শেষ হয়েছে ডুরান্ড কাপের রুদ্ধশ্বাস ডার্বি ফাইনাল। এদিকে এশিয়া কাপ মধ্য গগনে। গত রবিবার ভারত-পাকিস্তানের মহাম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ফের সুপার ফোরে দুই দেশ মুখোমুখি হতে চলেছে আগামী রবিবার ১০ সেপ্টেম্বর। দুটি ম্যাচই বাঙালিদের কাছে অতি উপভোগ্য। কিন্তু ব্যাপার হলো এই ম্যাচ যদি ঢুকে যায় বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোর রুটিনের মধ্যে, তখন?
এর কোনও উত্তর নেই। কারণ এবার ঘটতে চলেছে সেই ঘটনাই। ISL-এর ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এবার লক্ষ্মী পুজোর দিনে। লক্ষ্মী পুজো দুর্গা পুজোর পর হলেও তখনও পুজোর হ্যাংওভার কাটে না বাঙালির। আর মা লক্ষ্মীর আরাধনাও বাঙালির ঘরে অবশ্য পালনীয়। অন্যদিকে, ২২ অক্টোবর পড়েছে অষ্টমী। এই দিনটি নিঃসন্দেহে প্রত্যেক বাঙালির কাছে বিশেষ। সকালে অঞ্জলি, দুপুরে পাড়ার ক্লাবে ভোগ খাওয়ার পর মাঝ রাত পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা! তবে এবার ODI বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিও পড়েছে অষ্টমীর দিনেই।
এদিকে ISL-এ অন্য দলের বিরুদ্ধে মাঠে নামবে সপ্তমীতে ইস্টবেঙ্গল এবং নবমীর দিন মোহনবাগান। ক্রিকেটের কথা বললে অষ্টমী ছাড়া মহালয়া আর পঞ্চমীতেও মাঠে নামবে ভারত। সব মিলিয়ে এবার দুর্গা পুজোর আনন্দের মধ্যেই হাই ভোল্টেজ ক্রিকেট-ফুটবল ম্যাচে নজর রাখতে মোবাইল-টিভিতে নজর রাখতে চলেছে বাঙালি, তা স্পষ্ট। বাঙালি সর্বদা একই সঙ্গে উৎসব এবং খেলা পাগল। তাই এবারের পুজো যে বেশ স্পেশাল হতে চলেছে বাঙালির জন্য এ কথা বলার অপেক্ষা রাখে না।