নিউজ ডেস্ক: হাজার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না বামেরা। ত্রিপুরার দুটি বিধানসভা আসনে গেরুয়া ঝড়। জয় নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল বিজেপি। অন্যদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বামেরা। যদিও গণনা শুরুর পর দেখা গেল বিজেপি শুধু জিতছেই না, নির্বাচনী ময়দানে কার্যত ধরাসায়ী বামেরা।
ধানপুর কেন্দ্রটি বিজেপিরই ছিল। তবে বক্সানগর নিয়ে খানিক চিন্তায় ছিল গেরুয়া শিবির। কেন্দ্রটি সিপিএম-এর দখলে থাকার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত। তবে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল, কোথায় সংখ্যালঘু! কোথায় বাম! দুটি আসনেই বাম প্রার্থীদের ব্যাপক ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থীরা। বক্সানগরে বিজেপি প্রার্থী তফোজ্জল হুসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট ও সিপিএম-এর মিজান হুসেন পেয়েছেন ৩,৯০৯ ভোট। অন্যদিকে, ধানপুরে বিজেপির বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০,০০৭ ভোট এবং বামপ্রার্থী কৌশিক চন্দ পেয়েছেন ১১,১৪৬ ভোট। ফল প্রকাশের পর এক্স-এ পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। লেখেন, ‘কমিউনিস্টদের জন্য সমস্ত রাস্তা বন্ধ’।
Tags: NULL