নিউজ ডেস্ক: যান্ত্রিক গোলযোগের কারণে
সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো চলাচল
বন্ধ। কালীঘাট মেট্রো স্টেশনের থার্ড লাইনে যান্ত্রিক গোলোযোগের কারণে আটকে যায়
আপ লাইনের একটি রেক। ইনসুলেটরের সমস্যার জন্য ইমার্জেন্সি পাওয়ার ব্লক নেওয়া
হয়েছে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। সমস্যা সমাধানের কাজ চলছে। আপাতত কবি সুভাষ
থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলছে। অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার
সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সমস্যা সমাধানের জন্য
৮টা ১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন কলকাতা মেট্রোর সিপিআরও। তবে অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার করাণে চরম
সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
এমনিতেই গত কয়েকদিন ধরে পুজোর বাজার, পুজোর আগের প্রস্তুতির জন্য কলকাতার গুরুত্বপূর্ণ বেশ
কয়েকটি রাস্তায় যানজট তৈরি হচ্ছে।
চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামাপ্রসাদ
মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড, এ পি সি রোড, এ জে সি বসু রোড, কলেজ স্ট্রিটে
ঘণ্টার পর ঘণ্টা গাড়ির চাকা থমকে। আবার লোকাল ট্রেনগুলিতেও থিক থিকে ভিড়।
পরিস্থিতি মারাত্মক জটিল। অফিসের জন্য রাস্তায় বেরিয়ে নিত্য নাকাল হচ্ছেন
নিত্যযাত্রীরা।