নিউজ ডেস্ক: আজ, শনিবার শুরু জি-২০ বৈঠক। দিল্লির প্রগতি ময়দানে সদ্য উন্মোচিত ‘ভারত মণ্ডপম’-এ স্বাগত জানানো হবে বিদেশি অতিথিদের। আর এই স্বাগত আড়ম্বরের মধ্যে এবার মূল আকর্ষণ ২৮ ফুটের ধাতব নটরাজ মূর্তি। ভারত মণ্ডপম ভবনের সামনে স্থাপন করা হয়েছে এই মূর্তিটিকে। মূর্তিটি যে বিশেষ, তা এবার প্রমাণিত হলো প্রধানমন্ত্রীর একটি বিশেষ পদক্ষেপে। বর্তমানে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের ব্যাকগ্রাউন্ড কভার পিকচারে শোভা পাচ্ছে নটরাজ স্থাপত্যটির ছবিটি।
উল্লেখ্য, মূর্তিটি ১৯ টন ওজনের। প্রায় ১৮ জন কর্মী দিনরাত কাজ করেছেন মূর্তিটি নির্মাণ করতে। এদিকে অতিথিদের আপ্যায়নে দেখানো হবে ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ নামের এক প্রদর্শনী। সেখানে ভারতের গণতান্ত্রিক কৃষ্টিকে তুলে ধরা হবে জনসমক্ষে। বৈদিক যুগের ইতিহাস গাথা থেকে শুরু করে আধুনিক যুগ, সবটাই ধরা থাকবে প্রদর্শনীতে। ১৬টি ভাষা ব্যবহৃত হবে প্রদর্শনীর অডিওয়। ইংরেজির পাশাপাশি অডিও চলবে ফরাসি, ইটালিয়ান, কোরিয়ান ও জাপানি ভাষাতেও।
প্রসঙ্গত, মূর্তিটি তামিলনাড়ুর স্বামী মালাইয়ের ভাস্কর রাধাকৃষ্ণণ স্থপতি এবং তাঁর কর্মীরা প্রায় ৭ মাস ধরে নির্মাণ করেন। সূত্রের খবর, রাধাকৃষ্ণণের ৩৪ প্রজন্ম চোল সাম্রাজ্যের সময় থেকে মূর্তি তৈরি করে আসছে। রাধাকৃষ্ণণের পিতা, ভাস্কর দেবসেনাপতি স্থপতি, দিল্লির জনকপুরীর রাজরাজেশ্বরী মন্দির সহ ব্রোঞ্জের চোল ভাস্কর্য তৈরির জন্য পরিচিত।