নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কের এক বিশাল এলাকা। সূত্রের খবর, এ পর্যন্ত ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ১০০০ জনেরও অধিক। উত্তরোত্তর বাড়ছে এই সংখ্যা। পাশাপাশি আহতের সংখ্যা এ পর্যন্ত ১২০০ ছাড়িয়েছে, যার মধ্যে ৭২১ জনের অবস্থা গুরুতর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে মরক্কোর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রায় আঘাত হেনেছে ভূমিকম্পটি। মৃতের সংখ্যা দেশটির দক্ষিণ অঞ্চলে সর্বাধিক বলে জানিয়েছে সূত্রটি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮.৫ কিলোমিটার গভীরে।
জানা যাচ্ছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টা ১০ নাগাদ অনুভূত হয় কম্পনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা দুলতে থাকে ঘর আর আসবাব-জিনিসপত্র। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসতে থাকেন লোকজন। ঘর ছেড়ে বেরোতে না বেরোতেই ধসে পড়তে থাকে একাধিক বাড়ি। জনৈক ব্যক্তির কথায় একপ্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখেন তিনি চোখের সামনে ঘরবাড়ি। এই কম্পনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর উপকূল অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা এলাকা। দাবি করা হয়েছে এর আগে এত শক্তিশালী ভূমিকম্প হতে দেখা যায়নি মরক্কোতে।
মরক্কোর ভূমিকম্পের এই ভয়াবহ ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,’মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। এই দুঃখজনক সময়ে, আমার সমবেদনা মরক্কোর জনগণের সাথে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ পাশাপাশি মরক্কোকে প্রয়োজনে সবরকম সহায়তা করতেও ভারত প্রস্তুত বলে আশ্বাস দেন মোদী।