নিউজ ডেস্ক: গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ৩৭১ কোটি টাকার দুর্নীতি মামলায় শনিবার সকালে তেলুগু দেশম পার্টির(Telegu Desam Party) প্রধানকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রেদশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(CID)। একই মামলায় টিডিপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গনতা শ্রীনিবাসা রাও এবং তাঁর ছেলে গনতা রবিতেজাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
২০২১ সালে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির মামলায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিআইডি। পুলিশের দাবি, প্রথমে তালিকায় চন্দ্রবাবুর নাম না থাকলেও তদন্ত শুরুর পর নাম উঠে আসে তাঁর। সেকারণে এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিআরপিসি ৫০-এর এক এবং দুই ধারায় অভিযোগ আনা হয়েছে চন্দ্রবাবুর বিরুদ্ধে। এছাড়া দুর্নীতি, ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে।
শনিবার সকালে ভ্যানিটি ভ্যানে থাকাকালীন চন্দ্রবাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয় সিআইডি। সূত্রের খবর, স্বাস্থ্যপরীক্ষার পর আদালতে পেশ করা হবে তাঁকে। ইতিমধ্যেই মামলার সমস্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, এই মামলায় পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশ।
তবে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে, তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। সিআইডি অভিযানের প্রতিবাদে সরব হয়েছে টিডিপি-এর কর্মী, সমর্থকরা। অন্যদিকে, হাইকোর্টে তাঁর জামিনের আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রবাবুর আইনজীবী।