নিউজ ডেস্ক: তিনি ভারতের জামাই। শুধু তাই নয়, ভারতীয় বংশোদ্ভূতও তিনি। ভারতের সঙ্গে তাঁর নারীর টান থাকলেও, জন্ম থেকে বড় হওয়া সবই তাঁর ব্রিটেনে। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনকের প্রথম ভারত সফর। জি ২০ সম্মেলনে যোগ দিতে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে ভারতে পা রেখেছেন তিনি। আর ভারতে পা রেখেই নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে দাবি করলেন ঋষি সুনক।
প্রধানমন্ত্রী হওয়ার পর ভগবৎ গীতা সামনে রেখে শপথ নিয়েছিলেন তিনি। গত বছর জন্মাষ্টমীতে পরিবারকে সঙ্গে নিয়ে মন্দিরেও যেতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার ভারতের মন্দিরে পা রাখবেন বলে জানিয়েছেন তিনি। ভারতে পা রেখে বেশ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ঋষি সুনক।
শুক্রবার বিকেলেই দিল্লিতে পৌঁছন ঋষি সুনক। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। ‘জয় সিয়া রাম’ বলে সুনককে স্বাগত জানান তিনি। উপহার হিসেবে তাঁর হাতে ভগবৎ গীতা, হনুমান চল্লিশা ও রুদ্রাক্ষ তুলে দেন।
শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ঋষি সুনক। সেখানে বাণিজ্য চুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। দিল্লিতে পা রাখার পর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি।