নিউজ ডেস্ক: এশিয়া কাপের
প্রতিটা ম্যাচেই থাবা বসাচ্ছে বৃষ্টি। তার উপর রবিবার সামনে
শক্তিশালী পাকিস্তান। ফলে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামার
আগে সতর্ক ভারত। ম্যাচে অতিরিক্ত দিন থাকলেও পাকিস্তানের বোলিংকে সমীহ করতে হচ্ছে।
এর মধ্যে দল ছাড়লেন উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন।
শ্রীলঙ্কায় দলকে ছেড়ে তিনি দেশে ফিরে এলেন।
এবার এশিয়া কাপে কেএল রাহুলের পরিবর্ত
হিসেবে দলে ছিলেন সঞ্জু স্যামসন। অর্থাৎ, রাহুল যেই ম্যাচে খেলেননি সেই দুটো ম্যাচের জন্য দলে ছিলেন
সঞ্জু। স্বাভাবিকভাবেই সুযোগ মেলেনি তাঁর। গ্রুপস্তরের দুটো ম্যাচের পর এবার সুপার
ফোরে খেলতে নামবেন কেএল রাহুল। ফলে কেএল রাহুল ফিট হওয়ার পর ছেড়ে দেওয়া হল
সঞ্জুকে। ফলে আপাতত ভারতীয় দলের সঙ্গে তাঁর যাত্রা শেষ হল। কারণ বিশ্বকাপের দলেও
তিনি সুযোগ পাননি।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানা গিয়েছে স্যামসন দলের সঙ্গে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিল, ফলে কেএল রাহুল দলে যোগ দেওয়ার পর সঞ্জু স্যামসনকে ছেড়ে
দেওয়া হয়েছে। দেশে ফেরত পাঠানো হয়েছে সঞ্জুকে। গত বৃহস্পতিবার ভারতীয় দল কঠিন অনুশীলনে নামে।
সেখানে কেএল রাহুলের উপর নজর ছিল। তিনি বাঁ হাতি ও ডান হাতি পেসারকে খেলেন নেটে।
পাকিস্তানের পেস আক্রমণকে মাথায় রেখেই তাঁকে পেসার খেলানো হয়।