নিউজ ডেস্ক: গৃহবধূর
ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় দ্বিতীয় পক্ষের স্বামী
গ্রেপ্তার। ধৃতের নাম সৌভিক দাস। বুধবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত
মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত সৌভিক দাসকে গ্রেফতার
করে পুলিশ
জানা গিয়েছে, মৃত মহিলা
সূর্যসেন কলোনি এলাকার বাসিন্দা। তার
দশ বছর আগে একবার বিবাহ হয়। প্রথম পক্ষের স্বামী এবং নয় বছর বয়সী সন্তান রয়েছে।
তবে বেশ কয়েক মাস আগে স্বামী ও সন্তানকে
ছেড়ে অভিযুক্ত যুবক সৌভিকের সঙ্গে জ্যোতিনগরে বসবাস
শুরু করেন তিনি। এরপরই মঙ্গলবার রাতে তার গলায় ফাঁস লাগানো
অবস্থায় দেহ উদ্ধার হয় ওই বাড়ি থেকে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর
ওয়ার্ডে অভিযুক্ত দ্বিতীয় পক্ষের স্বামী সৌভিক দাসের বাড়ির সামনে মৃতদেহ রেখে
বিক্ষোভ দেখায় পরিবার। অভিযোগ দায়ের করা হয় ভক্তিনগর থানায়। বৃহস্পতিবার রাতে
অভিযুক্ত দ্বিতীয় পক্ষের স্বামী সৌভিক দাসকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ।