নিউজ ডেস্ক: ধূপগুড়ি উপনির্বাচনে ভরাডুবি
হয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থীর। সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের প্রাপ্ত ভোট
১৩,৭৫৮। জমানত বাজেয়াপ্ত হয়েছে জোট প্রার্থীর। ২১ তারই মাঝে নিজের
দলের জয়ী প্রার্থীকে I.N.D.I.A. জোটের প্রার্থীর হিসেবে খাড়া করে কংগ্রেসের
বিড়ম্বনা বাড়িয়েছেন মমতা।
এই অবস্থায় ভিডিও বার্তায় এবং নিজের এক্স অ্যাকাউন্টে সরাসরি দলের সমালোচনায়
সরব হলেন কৌস্তভ বাগচী। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, “কলকাতার
চোর, মুম্বইতে সাধু। ফলাফল ধূপগুড়ি। যাই হোক সমুদ্র জিতেছে পুকুর হারলে ক্ষতি কী।
ভিডিও বার্তায় কৌস্তভ বাগচী
বলেন, “ধূপগুড়ির ফলাফল
চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আমরা এখানে বলি দিল্লিতে কি
হচ্ছে দেখার দরকার নেই। পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে
লড়ছি সেটাই দেখুন। এ বিষয়টা মানুষ প্রত্যাখ্যান করছে। আমরা এখানে কাউকে চোর বলব আর দিল্লিতে গিয়ে তাকে সাধু বলব। এটা চলতে পারে না। মানুষ এই ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে। তারই পরিণাম ধূপগুড়ির ফলাফল। সাগরদিঘিতে আমরা জিতেছিলাম। তৃণমূলের জেতা আসন আমরা বিপুলভাবে জয়লাভ করেছিলাম। তার মানে আমরা
মানুষের আস্থা ফিরে পাচ্ছিলাম। মানুষ
কোথাও একটা আমাদের উপর ভরসার জায়গা খুঁজে পাচ্ছিল। কিন্তু ভ্রান্ত রাজনীতির চক্করে পড়ে, চোরদের পাল্লায় পড়ে অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে।
একটা ছোট্ট নির্বাচন। ধূপগুড়ির উপনির্বাচন। মানুষ আমাদের চোখে আঙ্গুল দিয়ে
দেখিয়ে দিয়েছে। ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরপরও যদি আমরা না বুঝি। এর থেকে আরও বড় সর্বনাশ
আমাদের জন্য অপেক্ষা করছে”।