নিউজ ডেস্ক: ছত্রপতি শিবাজি মহারাজের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাঘ নখ ব্রিটেন থেকে ফিরছে দেশে! এমনই জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রক সূত্রে। জানা যাচ্ছে লন্ডনের ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট মিউজিয়ামে রাখা রয়েছে এই ঐতিহাসিক জিনিসটি। ইংল্যান্ড সূত্রে খবর, ভারতের হাতে বাঘ নখ সঁপে দিতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। দুই দেশের সরকারের মধ্যে একটি MOU স্বাক্ষর হবে এই বিষয়টি নিয়ে ।
সূত্রের খবর, চলতি মাসেই বাঘ নখ নিয়ে শেষ পর্যায়ের কথা বলে সেটা ফেরত আনতে ব্রিটেনে যাওয়ার কথা মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ারের। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ব্রিটিশ সরকার আমাদের হাতে বাঘ নখ প্রত্যার্পণ করবেন বলে চিঠি পাঠিয়েছেন। ব্রিটেনের এই পদক্ষেপ ভারতের জন্য খুব আশাব্যঞ্জক বলে দাবি তাঁর। আগামী ২৯ সেপ্টেম্বর মুঙ্গান্তিওয়ারের নেতৃত্বে একটি দল যাবে ইংল্যান্ডে। ৫ অক্টোবর পর্যন্ত সময় লাগবে যাবতীয় চুক্তি, নিয়মকানুন তৈরি করতে। হিন্দু তিথি অনুযায়ী যেদিন আফজল খানকে বাঘ নখ দিয়ে হত্যা করেন শিবাজি মহারাজ, সেই দিনটিতেই এটি দেশে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, ভারতের ইতিহাসের একটি অন্যতম গর্বের অধ্যায়ের সঙ্গে যুক্ত এই বাঘ নখ। ১৬৫৯ সালের ১০ নভেম্বর মারাঠা অধিপতি শিবাজি মহারাজকে হত্যা করার পরিকল্পনা করেন আফজল খান। তাঁর পরিকল্পনা ছিল সৌজন্য সাক্ষাতের নামে শিবাজি মহারাজকে আলিঙ্গন করে পিঠে ছোরা বিদ্ধ করে দেবেন। কিন্তু শিবাজি মহারাজ ছিলেন চতুর। তিনি পরনের পোশাকের নীচে লোহার বর্ম আর হাতের আঙুলে আংটির মতো এই ধারালো বাঘ নখটি পরে সাক্ষাৎ করেন আফজল খানের সঙ্গে। আলিঙ্গনের সময়ে আফজল শিবাজির পিঠে ছুরি বসাতে ব্যর্থ হলেও শিবাজির ধারালো বাঘ নখটি চিরে ফালাফালা করে দিয়েছিল আফজলের পেট। সেই থেকেই শিবাজির বাঘ নখ ভারতের গর্বিত ইতিহাসের একটি অঙ্গ।