নিউজ ডেস্ক: অগ্রিম টিকিটেই তাক লাগিয়ে দিয়েছিল ‘জওয়ান’। দু’দিন কেটে যাওয়ার পরেও টিকিটের লাইনে একটুও ফারাক আসেনি। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’। বক্স অফিসে সাফল্য পাওয়ার পর থেকেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন ‘জওয়ান’ মুক্তি পাওয়ার। দীর্ঘ আট মাস পরে ৭ সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সারা ভারত জুড়ে দেখা যাচ্ছে ‘জওয়ান’ ঝড়। ‘পাঠান’-এর সাফল্যের পর বক্স অফিসে যে নজির গড়েছিলেন শাহরুখ, সেই নজির ভেঙে নয়া নজির গড়ছেন তিনি।
মুক্তির এক সপ্তাহ আগে অগ্রিম বুকিং শুরু হয়েছিল। তখন থেকেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টিকিট বুকিং শুরু হওয়ার পর ‘জওয়ান’-এর ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’-এর টিকিট নিয়ে চাহিদা বেশি ছিল। যদিও সপ্তাহের শেষেও চাহিদার শেষ নেই ‘জওয়ান’-এর টিকিটের। তাই দর্শকদের চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত নিয়েছেন দেশের হল মালিক ও ছবির নির্মাতারা। ‘জওয়ান’ দেখার জন্য টিকিটের দিকে চেয়ে মুখিয়ে রয়েছেন অনেকেই। তাই টিকিটের চাহিদা মেটাতেই এবার মাঝরাতেও শো রাখতে চলেছেন হল মালিকেরা। তবে শুধুমাত্র কলকাতা নয়, দেশের বিভিন্ন বড় শহরগুলিতেও দেখা যাবে এই মধ্যরাত্রির শো। তারমধ্যে মুম্বই, দিল্লি, চণ্ডীগড়, পুণে, কোচি, হায়দরাবাদ, আমেদাবাদের মতো শহরেও শুক্রবার রাত থেকেই চালু হয়েছে এই শো।
যদিও কলকাতাতে ইতোমধ্যেই রাত ১০ টার পরে রয়েছে একাধিক শো। ১০.৩০ ও ১০.৪৫ শো ছিলই, তার সঙ্গে পরে যোগ হয়েছে ১১.৩০, ১১.৪৫, ১১,৫৫ মিনিটের শো। অনলাইনে টিকিট কাটতে গেলে দেখা যাবে লাস্ট শো-টিও হাউসফুল। তাই রাত ১২ টার পরেও শো রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অনেকগুলি প্রেক্ষাগৃহ। মুক্তির আগে থেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো-এর চাহিদা ছিল তুঙ্গে। এমনকি ভোর পাঁচটার শো-ও ছিল হাউসফুল। চেন্নাইতেও দেখা গিয়েছে শাহরুখ উন্মাদনা। থালাইভা রজনীকান্তের জন্য যে উন্মাদনা দেখা যায় দক্ষিণ ভারতে তেমনটাই দেখা গিয়েছে শাহরুখের জন্যও। ফলে সেই উন্মাদনার ছাপ দেখা গিয়েছে বক্সঅফিসেও। দুদিনে দেশজুড়ে ১২৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’।