নিউজ ডেস্ক: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে এবার এক বিশেষ মুদ্রা উন্মোচন করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সর্বকালের সবচেয়ে মহামূল্যবান মুদ্রার তকমা পেতে পারে এটি বলে অনুমান। জানা যাচ্ছে মুদ্রাটি তইরি করতে লেগেছে প্রায় ৪ কেজি সোনা। আর ৬৪০০ টির অধিক হীরে বসানো হয়েছে মুদ্রাটিতে। মুদ্রাটির দাম জানানো হয়েছে ২৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৯২ কোটি টাকা।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে মুদ্রাটির ছবি। পোস্টে লেখা হয়েছে, ‘রানির প্রতি আজীবন শ্রদ্ধাঞ্জলি। মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের স্থায়ী উত্তরাধিকার স্মরণে এই অসাধারণ মুদ্রাটি তৈরি করা হয়েছে।’ মুদ্রাটি তৈরি করতে সময় লেগেছে ১ বছরেরও বেশি।নির্মাতার পক্ষ থেকে এই কাজকে ‘১৬ মাসের ভালবাসার শ্রম’ বলে উল্লেখ করা হয়েছে।
মুদ্রাটির আকৃতি সম্পর্কে জানানো হয়েছে, এটি একটি বাস্কেট বলের মতোই আকৃতির। ব্যাস ৯.৬ ইঞ্চি। ওজন রয়েছে প্রায় ২ পাউন্ডের মতো। অন্যদিকে এর আশপাশে থাকা মুদ্রাগুলির ওজন ১ আউন্স করে। মুদ্রাটিকে খুব যত্ন করে সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে। হীরেগুলির কাজ অতি সূক্ষ্ম থাকায় এগুলো যথাযথভাবে কেটে বসাতে সময় লেগেছে যথেষ্ট বলে খবর। রানির বিভিন্ন উদ্ধৃতি খোদাই করে দেওয়া হয়েছে মুদ্রার এপিঠ ওপিঠে। গিনেস বুকে এ পর্যন্ত সবেচেয়ে দামি মুদ্রার শিরোপা ছিল 1933 US ”Double Eagle”-এর দখলে। আপাতত সেই মুকুট ছিনিয়ে নিতে চলেছে এই নতুন মুদ্রাটি।